চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৩১টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে।
৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র তেলকুপি বিওপি’র সদস্যরা শুক্রবার সকাল সোয়া ৯ টার সময় জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র সদস্যরা মালিকবিহীন ৩১টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। পরে চোরাই মোবাইল ফোনগুলো শিবগঞ্জ কাষ্টমস এ জমা দেয়া হয়।