তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০) সহ চারজন কে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ।
রবিরাব রাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর এলাকার শনির হাওর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত হলো,তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০), সে উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। এছাড়া অন্যান্যরা হলো, উপজেলা সদর ইউনিয়ন ঠাকুরহাটি গ্রামে শামসুল হকের ছেলে কৃষকলীগ নেতা মোরাদ মিয়া(৪৩), একই গ্রামের লোকেজ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা মাকসুদ মিয়া (২০) ও একই গ্রামের মঞ্জু আখঞ্জির ছেলে ছাত্রলীগ নেতা রাহী আখঞ্জি (২০)।
আটককের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান, বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংঘটন ছাত্রলীগের তাহিরপুর উপজেলা শাখা সভাপতি আশ্রাউজ্জামান ইমন (৩০) সহ চারজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।