ঢাকা
১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪৫
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৫

যে কারণে মালয়েশিয়ায় বাড়ছে বাংলাদেশি পর্যটক

চলতি বছরের প্রথম আট মাসেই মালয়েশিয়া বেড়িয়ে গেছেন ১ লাখ ৮৫ হাজারের মত বাংলাদেশি। আগামী বছর বাংলাদেশ থেকে ৩ লাখের বেশি পর্যটক টানার চেষ্টায় রয়েছে দেশটি।

বুধবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন দেশটির পর্যটন বিষয়ক উপমন্ত্রী খায়রুল ফিরদাউস আকবর খান।

ট্যুরিজম মালয়েশিয়ার আয়োজনে গ্লোবাল ট্র্যাভেল মেট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভারতসহ বিভিন্ন দেশে পর্যটন ভিসা পেতে বাংলাদেশিদের এখন বেশ বেগ পেতে হচ্ছে। সেই সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া এখন চিকিৎসা, শিক্ষাসহ ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটক টানতে চাইছে।

২০১৯ সালে মালয়েশিয়ার জিডিপিতে পর্যটনের অবদান ছিল ৬.৮ শতাংশ, যা টাকার অংকে দাঁড়ায় ১০২ বিলিয়ন রিঙ্গিত বা ৬০০০ বিলিয়ন টাকা।

কোভিড মহামারীতে পর্যটক কমে গিয়েছিল ৭৮ শতাংশ। এরপর পর্যটনের আয় বাড়াতে আবার আঁটঘাট বেধে লাগে দেশটি। ২০২৪ সালে মালয়েশিয়ার পর্যটন খাত জিডিপিতে অবদান রাখে ১৪ দশমিক ৯ শতাংশ।

২০২৬ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করে ‘ভিজিট মালয়েশিয়া’ ক্যাম্পেইনের আওতায় দেশটি চার কোটি ৭০ লাখ পর্যটক টানার পরিকল্পনায় রয়েছে। এরই অংশ হিসেবে কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছে ‘গ্লোবাল ট্র্যাভেল মিট’।

এ আয়োজনের অংশ হিসেবে ট্যুরিজম মালয়েশিয়ার আমন্ত্রণে কুয়ালালামপুর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জড়ো হয়েছিলেন বিদেশি ৪০০ বিক্রেতা, ৬০০ ক্রেতা এবং শতাধিক সংবাদকর্মী।

সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পর্যটন বিষয়ক উপমন্ত্রী বলেন, ২০২৪ সালে মালয়েশিয়ায় এসেছিলেন ৩ কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক, যা আগের বছরের তুলনায় ৩১ শতাংশ বেশি।

আর ২০২৫ এর জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ৩ কোটি ৪৫ লাখ বিদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করে গেছেন।

এক প্রশ্নের জবাবে খায়রুল ফেরদাউস বলেন, বাংলাদেশ থেকে আরও বেশি পর্যটক পেতে চায় মালয়েশিয়া। সে কারণে বাংলাদেশে ট্যুরিজম মালয়েশিয়ার নিজস্ব ওভারসিজ অফিস রয়েছে।

ট্যুরিজম মালয়েশিয়ার বাংলাদেশ মার্কেটের মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শোয়েব বলেন, ২০২৪ সালে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছিলেন ১ লাখ ৪০ হাজারের মত পর্যটক। এ বছরের প্রথম আট মাসেই পর্যটক সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে।

আগামী বছর বাংলাদেশ থেকে ৩ লাখের বেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করবেন বলে আমরা আশা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram