

ক্লাব ব্রুগার মাঠে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। এটি চ্যাম্পিয়নস লিগে গানারদের টানা ছয় ম্যাচে ছয় জয়।
প্রিমিয়ার লিগের হারের ধাক্কা সামলে ইউরোপের মঞ্চে দাপট দেখালো আর্সেনাল। ম্যাচের শুরুতেই মার্টিন ওডেগোরের তৈরি করা সুযোগ থেকে জালের দেখা পান মাদুয়েকে। একাই প্রতিপক্ষের বাধা এড়িয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে জালে বল জড়ান তিনি। ১-০ গোলের লিডে থেকে বিরতিতে যায় গানাররা।
বিরতির পর মাদুয়েকে দ্বিতীয় গোলটি করেন দুর্দান্ত এক হেডারে। এর কিছুক্ষণ পরই দূরপাল্লার শটে স্কোরশিটে নাম লেখান মার্টিনেল্লি। ক্লাব ব্রুগা কিছু পাল্টা আক্রমণ করলেও তা সফলভাবে রুখে দেন আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।
এই জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এছাড়া পিএসজি, ম্যানচেস্টার সিটি ও আটালান্টার সংগ্রহ ১৩ পয়েন্ট করে।

