ঢাকা
১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৩
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার সেরা খেলোয়াড় মেসি

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি আবারও মেজর লিগ সকার (এমএলএস)-এ সেরা খেলোয়াড়ের (এমভিপি) মুকুট জিতলেন। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ড গড়লেন ৩৮ বছর বয়সী এই ফুটবল মহাতারকা।

ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে মেসি দলকে এমএলএস কাপ জিততে সাহায্য করেন। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি ছিলেন মৌসুমের সেরা পারফরমার।

পুরস্কার হাতে পেয়ে আনন্দিত মেসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি। টানা দুই বছর জিতে এমএলএস-এর ইতিহাসে প্রথম হতে পেরে গর্বিত। আমি অত্যন্ত কৃতজ্ঞ।

তবে এই সম্মান আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না।’এর আগে এমএলএস ইতিহাসে দুইবার এমভিপি জয়ের রেকর্ড ছিল শুধু প্রেকির, ১৯৯৭ ও ২০০৩ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।

২০২৪ মৌসুমেও উজ্জ্বল ছিলেন মেসি, সেবার ১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে জিতেছিলেন এমভিপি। আর ২০২৩ সালে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়ে প্রথম বছরেই দলকে লিগস কাপ এনে দেন তিনি।

পরের মৌসুমে মায়ামিকে ৭৪ পয়েন্ট নিয়ে সাপোর্টার্স শিল্ড জেতাতেও মুখ্য ভূমিকা রাখেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram