ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:২৭
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৫

অবিশ্বাস্য রিতু, ধ্রুপদী জয় বাংলাদেশের

বড় রান তাড়া করে জয়ের রেকর্ড খুব কমই আছে বাংলাদেশের। বিশেষ করে বৈশ্বিক ক্রিকেটে। দ্বিপক্ষীয় সিরিজে দুয়েকবার চমকে দিলেও বড় মঞ্চে তালগোল পাকিয়ে ফেলেন নারী ক্রিকেটাররা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২৩৫ রানের পুঁজি পেলে বাংলাদেশ শিবিরে উৎকণ্ঠা তৈরি হয়েছিল নিশ্চিতভাবেই।

জবাব দিতে নেমে ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে সব আশা শেষ হয়ে যাওয়ার কথাও ছিল। বাংলাদেশের পক্ষে বাজি ধরার কাউকে খুঁজে পাওয়ার কথা নয়। ঠিক সেখান থেকে অবিশ্বাস্য এক রূপকথা লিখলেন রিতু মনি। দারুণ ব্যাটিং করে বাংলাদেশকে জিতিয়েছেন ডানহাতি ব‌্যাটসম‌্যান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ উড়াল বিজয়ের পতাকা।

৮ বল হাতে রেখে ২ উইকেটের ধ্রুপদী জয় পেল বাংলাদেশ। ৬১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৭ রানের ইনিংস সাজিয়ে বাংলাদেশকে হাসিয়েছেন রিতু মনি।

এই জয় বাংলাদেশের ক্রিকেটে কতটা বড় তা রেকর্ড জানিয়ে দিচ্ছে। ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই মাঠেই পাকিস্তানের বিপক্ষে ২০১৯ সালে ২১১ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল তারা। ছয় বছর পর একই মঞ্চে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ। রিতুর হাত দিয়ে লিখা হলো এই ইতিহাস।

অবিশ্বাস‌্য ম‌্যাচ দিয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ব‌্যাট ফেলে, হেলমেট খুলে গর্জন করেছেন। বুক চিতিয়ে লড়াইয়ের পর প্রাপ্তির আনন্দ ছুঁয়ে যাচ্ছিল তার। সতীর্থরাও ডাগআউট থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে মাতেন আনন্দে।

দুই জয়ে বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরো উজ্জ্বল হলো বাংলাদেশের নারীদের। ছয় দলের বাছাইপর্বের সেরা দুই দল যাবে বিশ্বকাপ খেলতে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে। দুই ম‌্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিগার সুলতানা জ‌্যোতির দল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে ছাড়া দল সাজিয়েছিলেন নির্বাচকরা। এ নিয়ে সমালোচনা কম হয়নি। ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে আবার দলে ফেরেন অভিজ্ঞ অলরাউন্ডার। ব্যাটিংয়ে ৬১ রান ও বোলিংয়ে ২১ উইকেট নিয়ে হয়েছিলেন লিগের সেরা ক্রিকেটার।

সেই ফর্ম বাছাই পর্বের ম্যাচে টেনে রিতু দলকে হাসিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে) এর আগে ১২১ ম্যাচ খেললেও তার ৪০ রানের বেশি কোনো ইনিংস ছিল না। আজ প্রথম ফিফটি পেলেন। জানতেন, লক্ষ্যটা দলকে জেতানো। সেটাই করেছেন। ফ্রি হিটে বোলারের মাথার উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। অপরাজিত থেকে অভিজ্ঞতার পূর্ণ নিদর্শন দেখিয়েছেন।

টপ অর্ডারের ব্যর্থতার পর অধিনায়ক নিগার সুলতানা হাল ধরেছিলেন। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া জ্যোতি এবার তুলে নেন ফিফটি। মনে হচ্ছিল তার ব্যাটেই অনায়েসে জিতবে বাংলাদেশ। কিন্তু ফিফটির পর ৫১ রানে থেমে যায় তার ব্যাট। এরপর হঠাৎ ছন্দপতনে বাংলাদেশের স্কোরবোর্ডের চেহারা এরকম, ৬ উইকেটে ১৩৯।

সেখান থেকে প্রত্যাবর্তনের গল্প লিখলেন রিতু। ১১১ মিনিট ক্রিজে কাটিয়ে বিশ্বাসের রেণু ছড়িয়ে দলকে জিতিয়েছেন। তাকে সঙ্গ দিয়ে ফাহিমা খাতুন ৩৮ বলে ২৮, জান্নাতুল ফেরদৌস ২৩ বলে ১৯ রান করেন। শেষ মুহূর্তে নাহিদা ১৭ বলে ১৮ রান করে চাপ কমিয়ে দেন। শুরুর ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে মিডল অর্ডার ও লেট অর্ডার গড়ে তোলেন প্রতিরোধ। তাতে রেকর্ডগড়া জয়ের সাক্ষী হয় বাংলাদেশ।

এর আগে বোলিংয়ে রাবেয়া খানের ৩ ও ফাহিমা খাতুনের ২ উইকেটের পরও টস জিতে ব‌্যাটিং করতে নামা আয়ারল্যান্ড ভালো সংগ্রহ পায়। আইরিশদের হয়ে লউরা ডেনালি সর্বোচ্চ ৬৩ রান করেন। ৭৫ বলে ৬ চারে সাজান ইনিংসটি। এছাড়া ৬৪ বলে ৪১ রান করেন ওরলা প্রেন্ডারজাস্ট। অ্যামি হান্টার ৩৩ ও ২৪ রানের দুটি ইনিংস আসে গ্যাবি লুইস এবং আরলিন কেলির ব্যাট থেকে।

স্কোরবোর্ডে বড় রান। শুরুতে ও মাঝে হোঁচট। এরপর দেয়াল হয়ে দাঁড়ানো। শেষে ম‌্যাচ জেতা। দারুণ লড়াইয়ে বাংলাদেশ দিনটা নিজেদের করে নিয়েছে। ধ্রুপদী এই জয়ে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসে ভরপুর হয়ে উঠবে বাংলাদেশ শিবির। টাইগ্রেসদের পরের ম্যাচ স্কটল্যান্ডের বিরুদ্ধে একই মাঠে আগামী মঙ্গলবার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram