অলিম্পিকে দীর্ঘ ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। লস অ্যাঞ্জেলেসে এবার কয়টি দেশ অংশ নেবে তা ঠিক হয়ে গেল। বুধবার রাতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, স্বর্ণের পদকের জন্য লড়াই হবে ছয়টি দেশের।
সবশেষ ১৯০০ সালের অলিম্পিকে ছিল ক্রিকেট। তবে মাত্র একটি ম্যাচ খেলা হয়েছিল সেবার। দীর্ঘ দিন ধরেই ক্রিকেটকে অলিম্পিক্সের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছিল আইসিসি। তা সফল হয়েছে। ছয়টি দল খেলবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পুরুষ ও নারী দুই বিভাগের ক্ষেত্রেই সংখ্যাটি একই থাকছে। প্রতিটি দলে থাকতে পারেন সর্বোচ্চ ১৫ জন সদস্য।
অবশ্য এই টুর্নামেন্টের যোগ্যতা অর্জন কীভাবে হবে তা এখনও জানানো হয়নি। আইসিসির অধীনে ১২টি পূর্ণ সদস্য দেশ রয়েছে। এ ছাড়া ৯০টিরও বেশি দেশ সহযোগী সদস্য হিসাবে রয়েছে, যারা মূলত টি-টোয়েন্টিতে খেলে। আয়োজক হিসাবে সরাসরি যোগ্যতা অর্জন করতে পারে যুক্তরাষ্ট্র। বাকি দেশগুলিকে যোগ্যতা অর্জন করতে হবে।