ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩০
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৫

নেশন্স লিগ: শেষ চারে জার্মানি ও পর্তুগালের সঙ্গী ফ্রান্স-স্পেন

উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জয় পেয়েছে জার্মানি, ফ্রান্স, স্পেন ও পর্তুগাল। রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত হয় শেষ আটের চারটি ম্যাচ।

হাইভোল্টেজ ম্যাচে ইতালিকে বিদায় করে দিয়ে সেমিতে পা রেখেছে জার্মানি। প্রথম লেগে পিছিয়ে পড়েও ২-১ এ জয় পেয়েছিলো জার্মানরা। ফিরতি লেগে ৯০ মিনিট শেষে ইতালি ৩-৩ সমতা করলেও প্রথম লেগে পিছিয়ে থাকায় ৫-৪ ব্যবধানে ছিটকে যায় আজ্জুরিরা।

১২০ মিনিটের লড়াইয়ে ডেনমার্ককে ৫-২ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে পর্তুগাল। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ তে হেরে পিছিয়ে ছিলো পর্তুগিজরা। তবে ঘরের মাঠে দ্বিতীয় লেগে দারুণ কামব্যাক করে পর্তুগাল। ৭২ মিনিটে গোল পান ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সিসকো ট্রিনকাও করেছেন জোড়া গোল।

অপরদিকে, প্রথম লেগে ২-০ তে পিছিয়ে থেকে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। আক্রমণের বন্যা বইয়ে দিয়ে নির্ধারিত সময়ে ২-০ তে এগিয়ে থাকে ফরাসিরা। দুই লেগে গোল সমান হওয়ায় ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে। যেখানে ৫-৪ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে পা দেয় ফ্রান্স।

শেষ আটের অন্য ম্যাচে প্রথম লেগের ২-২ গোলে ড্র’য়ের পর দ্বিতীয় লেগের প্রথম ৯০ মিনিটে ৩-৩ গোল সমতা হয় স্পেন-নেদারল্যান্ডসের ম্যাচে। নির্ধারিত সময়ে দুইবার, অতিরিক্ত সময় মিলিয়ে তিনবার স্পেন এগিয়ে গেলেও প্রতিবার সমতা ফেরায় ডাচরা। তবে টাইব্রেকারে আর পেরে ওঠেনি তারা। ৫-৪ গোলে জয় নিয়ে ডাচদের বিদায় করে ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশরা।

সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ পর্তুগাল। অপরদিকে ফ্রান্সের মোকাবিলা করবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আগামী ৫ ও ৬ জুন যথাক্রমে মিউনিখ ও স্টুটগার্টে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram