ঢাকা
১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৫

ইউরোপিয়ান ফুটবল: বার্সার জয়ের রাতে অঘটনের হার লিভারপুলের

স্প্যানিশ লা লিগায় সহজ জয় পেয়েছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে সেভিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে কাতালানরা। অপরদিকে, এফএ কাপে দ্বিতীয় বিভাগের দল প্লিমাউথের কাছে হেরে অঘটনের জন্ম দিয়েছে লিভারপুল।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অনুষ্ঠিত হয় ম্যাচ দুটি।

সেভিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই লেভানডোভস্কির গোলে লিড নেয় বার্সা। খেলার ৭ মিনিটের মাথায় ইনিগো মার্তিনেজের কাছ থেকে বল তা জালে জড়ান এই পোলিশ স্ট্রাইকার।

ঠিক পরের মিনিটেই ভার্গাসের দারুণ ফিনিশিংয়ে সমতায় ফেরে সেভিয়া। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গাভির বদলি হিসেবে নামা ফেরমিনের গোলে আবারও এগিয়ে যায় বার্সা। ম্যাচে আবারও লিড নেয় কাতালানরা।

৫৫ মিনিটে স্কোরশিটে নাম তুলে দলকে ৩-১ ব্যবধানের লিড এনে দেন রাফিনহা। ৫ মিনিট পর ফেরমিন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। তবে দলের জন্য বড় বিপদের কারণ হয়নি তা।

ম্যাচের ১ মিনিট সময় বাকি থাকতে সেভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন এরিক গার্সিয়া।

২৩ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। সমান মাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, এক পয়েন্ট কম নিয়ে তার পরের অবস্থানেই অ্যাটলেটিকো।

অপরদিকে, এফএ কাপে লিভারপুলকে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে প্লিমাউথ। প্রিমিয়ার লিগের বর্তমান লিগ টেবিলের শীর্ষে থাকা দলটি হেরে বসেছে দ্বিতীয় টায়ার ইএফএল চ্যাম্পিয়নশিপের টেবিলে রেলেগেশন মার্ক-এ অবস্থান করা দলের সঙ্গে।

অবশ্য ছন্দ ধরে রেখে প্রতিপক্ষের মাঠে প্রভাব বিস্তার করে খেলতে থাকে লিভাপরপুল। বল দখলে একচেটিয়ে অধিপত্য ধরে রাখলেও গোলের দেখা পাচ্ছিল না প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষে থাকা দলটি। ফলে প্রথমার্ধ গোলশুন্য রেখে বিরতিতে যায় অলরেডসরা।

দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে লিভারপুলের বক্সের ভেতর হার্ভি এলিয়টের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিকে ব্যবধান গড়ে দিয়ে প্লাইমাউথকে ১-০ গোলের লিড এনে দেন রায়ান হার্ডি।

দ্বিতীয় সারির দল নামানো লিভারপুল এরপর চেষ্টার পর চেষ্টা করেও গোল পায়নি। প্লিমাউথ গোলরক্ষক কনর হ্যাজার্ড বাধার প্রাচীর হয়েই রুখে দিয়েছেন একের পর এক আক্রমণ।

শেষ পর্যন্ত হার নিয়েই এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিতে হয় আর্নে স্লটের শিষ্যদের

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram