ঢাকা
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২৬, ২০২৫

তামিম-লিটনদের জন্য অস্ট্রেলিয়া থেকে ‘হোস্ট’ আনলেন শাকিব খান

শেষের পথে বিপিএল। ১০ ম্যাচ শেষে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের অবস্থান তালিকার ৬ নম্বরে। অবশ্য এখনও দুই ম্যাচ বাকি থাকায় প্লে-অফের রেসে টিকে আছে দলটি। আর এই অবস্থায় এসে নতুন চমক দেখালেন শাকিব খান। অস্ট্রেলিয়া থেকে তানজিদ তামিম ও লিটন দাসদের জন্য ‘হোস্ট’ উড়িয়ে এনেছেন তিনি।

টুর্নামেন্টের একেবারে শেষ দিকে এসে বড় এই চমক দেখাল শাকিব খানের দল। অস্ট্রেলিয়ান উপস্থাপককে নিয়োগ দিয়েছে দলটি। যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে যাওয়া উপস্থাপিকা কেজিয়া ডাউন নিজ দেশ অস্ট্রেলিয়ায় সংবাদ উপস্থাপনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে ‘হোস্ট’ হিসেবে কাজ করেন। তবে তাকে মূলত দেখা যায় ‘মোটরস্পোর্টস’ ইভেন্টে। এই খেলায় তার বিশেষ আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে বলেও জানা গেছে। সেই তাকেই এবার নিয়োগ দিয়েছে শাকিব খানের ঢাকা।

কেজিয়ার অবশ্য স্পোর্টসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বেশ পুরনো। ২০১৯ সালে অস্ট্রেলিয়া ফুটবল লিগের (এএফএল) আদিবাসি খেলোয়াড়দের নিয়ে সংবাদ পরিবেশনের জন্য সেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার জিতেছিলেন তিনি। প্রাণবন্ত উপস্থাপনা ও আকর্ষণীয় বাচনভঙ্গির জন্য অস্ট্রেলিয়ায় বেশ পরিচিতি কেজিয়া।

অবশ্য এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর হোস্ট নিয়োগ দেওয়া এই প্রথম ঘটনা নয়। এর আগে কানাডিয়ান মডেল ইয়েশা সাগরকে হোস্ট করে হইচই ফেলে দিয়েছে চিটাগাং কিংস। নিয়মিত চিটাগাংয়ের ম্যাচে দেখা যাচ্ছে সুন্দরী এই মডেলকে। দর্শকদের দধ্যে বেশ সারা ফেলেছেন ইয়াশা। এর বাইরে সিলেট স্ট্রাইকার্স নিয়োগ দেয় স্থানীয় সঞ্চালক স্মিতা চৌধুরীকে। সেই তালিকায় এবার ‍যুক্ত হলো ঢাকার নাম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram