ঢাকা
১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:২১
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

৩০ বছরের সংসার রক্ষা করতে পারলেন না গার্দিওলা

বর্তমান সময়ের সেরা ও সফল কোচদের মধ্যে অন্যতম হলেন পেপ গার্দিওলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানসিটির মতো দলকে এনে দিয়েছেন অনেকগুলো সাফল্য। কোচ হিসেবে সফল হলেও সংসার জীবনে ব্যর্থ হয়েছেন তিনি। স্ত্রী ক্রিস্টিনা সেরার ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঠেকাতে পারেননি গার্দিওলা।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের এক প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। পেপ গার্দিওলা এবং তার স্ত্রী ক্রিস্টিনা সেরার ৩০ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। তাদের বিবাহবিচ্ছেদ সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গার্দিওলা ও ক্রিস্টিনা গত পাঁচ বছর ধরে ভিন্ন দেশে বসবাস করছিলেন। ক্রিস্টিনা বার্সেলোনায় এবং গার্দিওলা ম্যানচেস্টারে ছিলেন। ম্যানচেস্টার সিটি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এই দম্পতি ডিসেম্বর মাসে তাদের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন এবং তাদের ঘনিষ্ঠদের মধ্যেই এই খবর সীমাবদ্ধ ছিল। পরিবারের সদস্য ও বন্ধুদেরও বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ না করার জন্য বলা হয়েছে। তবে তাদের সম্পর্ক এখনো ‘সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণ, স্থিতিশীল এবং বন্ধুত্বপূর্ণ’ রয়েছে।

২০২২ সালের জানুয়ারিতে স্ত্রীর প্রশংসা করে গার্দিওলা বলেছিলেন, আমার স্ত্রী অনেক কিছুতে সেরা, বিশেষ করে ফ্যাশনে। তিনি আমাকে বলেন কী পরতে হবে আর কী নয়। আমি যথেষ্ট স্মার্ট যে, বুঝতে পারি যেসব মানুষ আমার চেয়ে অনেক ভালো, তাদের পরামর্শ মেনে চলা উচিত।

গার্দিওলার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে সবসময় পাশে ছিলেন ক্রিস্টিনা। ২০২৩ সালের জুনে ইস্তানবুলে গার্দিওলা যখন ম্যানচেস্টার সিটিকে ইন্টার মিলানের বিরুদ্ধে জয় এনে দিয়ে ট্রেবল জিতিয়েছিলেন, তখন সেরাও সেখানে উপস্থিত ছিলেন। একই বছর জুলাইয়ে উইম্বলডনে এই দম্পতিকে একসঙ্গে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, ক্রিস্টিনার সঙ্গে গার্দিওলার প্রথম সাক্ষাৎ হয় ১৯৯৪ সালে। তাদের তিন সন্তান আছে– ২৪ বছর বয়সী মারিয়া, ২২ বছর বয়সী মারিয়াস এবং ১৭ বছর বয়সী ভ্যালেন্তিনা। ২০১৪ সালে বার্সেলোনার কাছে একটি অনুষ্ঠানে গার্দিওলা ও সেরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু দশ বছর পরই ঘটল বিবাহবিচ্ছেদ।

গার্দিওলার বিচ্ছেদের খবরের মাঝে ম্যানচেস্টার সিটি মাঠেও কিছুটা চাপে রয়েছে। কারণ, চলতি মৌসুমে তারা শীর্ষ চারে নেই। গার্দিওলার অধীনে এমন বাজে পারফর্ম্যান্স কখনও দেখা যায়নি ম্যানসিটির।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram