ঢাকা
১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ভোর ৫:০১
logo
প্রকাশিত : ডিসেম্বর ২৯, ২০২৪

এবারের বিপিএলে কনসার্ট ছাড়া অন্য কিছু তো দেখিনি: তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই একগাদা বিতর্কের অবতারণা। যদিও এবার বিপিএলকে বিতর্কমুক্ত রাখার লক্ষ্য নিয়েই এগিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিপিএলের আগে কোটি কোটি টাকা ব্যয়ে একাধিক কনসার্ট আয়োজন করে সে বিতর্কের ফাঁদে দিয়েই বসলেন দেশের ক্রিকেটের নীতিনির্ধারকরা।

টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে কনসার্ট ইস্যুতে সরব হয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল, ‘এবারের বিপিএলে কনসার্ট ছাড়া অন্য কিছু তো দেখিনি। আর আমার কাছে মনে হয়, অন্য রকম বিপিএল যদি করতে হয়, আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। টুর্নামেন্টে বিনিয়োগ করতে হবে। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি, তখন আমরা বলতে পারব এটা নতুন কোনো বিপিএল।’

বিসিবি কর্তারা আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের বিপিএল হতে যাচ্ছে ‘অন্যরকম’ এক টুর্নামেন্ট। তবে টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত একগাদা কনসার্ট আয়োজন ছাড়া আর কিছুই করতে পারেনি বিসিবি। তামিমের কথায় সেটাই উঠে এসেছে।

ঢাকায় মিউজিক ফেস্টে পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের এক অনুষ্ঠানেই খরচ হয়েছে ৩ কোটি ৪০ লাখ টাকা। অথচ বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। এদিকে টুর্নামেন্টের আগে ক্রিকেটারদের পারিশ্রমিকও কমানো হয়েছে।

এসব বিষয় নিয়ে তামিম ইকবালের মন্তব্য, ‘কনসার্ট আগেও হয়েছে। এখনো হয়েছে। একটা অনুষ্ঠান হয়েছে। যা দেখেছি। আমি ছিলাম না দেশে। তবে এই ব্যাপারে এখন মন্তব্য করাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কারণে বলব যে আমরা জানি না কাল কী আছে, আমাদের জন্য। এটাও ভালো হবে না যে আমি একটা মন্তব্য করলাম, সেটা খারাপভাবে পড়ুক। আমার দৃষ্টিকোণ থেকে বলতে বললে আমি এতটুকুই বলতে পারি, বিপিএলে পরিবর্তন করতে চাইলে টুর্নামেন্টে বিনিয়োগ করুন। ক্রিকেটে বিনিয়োগ করুন।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram