

মাছুদউর রহমান মিলু : দেশের সাংস্কৃতিক অঙ্গনে নাট্যধারা একটি প্রতিষ্ঠিত নাট্যদল। নানা প্রতিকূলতার মধ্যদিয়ে দলটি দীর্ঘ ৩২ বছর পার করেছে।
নাট্যাঙ্গনে নাট্যধারাকে আরো বেগবান করার লক্ষ্যে গত শুক্রবার (২৭ জুন) দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচিত কমিটির সদস্যরা হলেন— মাসুদ পারভেজ মিজু (প্রধান সম্পাদক), মো. রফিকুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), রিয়াদ মাহমুদ (প্রযোজনা সম্পাদক), ইমতিয়াজ আহমেদ দুলু (অর্থ সম্পাদক), জাহাঙ্গীর সিকদার (প্রকাশনা সম্পাদক), এ এইচ রুবেল (প্রচার সম্পাদক), আলমগীর মোহাম্মদ (সিনিয়র সদস্য)।

