ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৩
logo
প্রকাশিত : জানুয়ারি ২১, ২০২৬

গাজায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত, টেকসই সমাধানের আহ্বান জাতিসংঘের

জাতিসংঘ জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতিদিন নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। সাম্প্রতিক ঝড়ে গাজায় ৪ হাজারের মতো আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আনাদোলুর।

মঙ্গলবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর বরাতে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘মানবিক কার্যক্রমের গতি ও পরিসর প্রতিদিনের প্রতিবন্ধকতায় ক্ষতিগ্রস্ত হলেও জাতিসংঘ ও তার অংশীদাররা প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রেখেছে।

’তিনি জানান, ‘গত সপ্তাহের ঝড়ে গাজা উপত্যকার অন্তত ৮০টি বাস্তুচ্যুতি স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কমপক্ষে ৪ হাজার পরিবারের আশ্রয়কেন্দ্র আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে।’

তিনি আরো বলেন, ‘৬৬০টির বেশি পরিবারকে জরুরি খাদ্য, তাঁবু ও ত্রিপল সরবরাহ করা হয়েছে।’

ফারহান হক জোর দিয়ে বলেন, ‘টেকসই আশ্রয় সমাধানের জরুরি প্রয়োজন রয়েছে; এর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ধ্বংসস্তূপ পরিষ্কার করে নতুন জায়গা তৈরি করা এবং পানি ও স্যানিটেশন ব্যবস্থা পুনরুদ্ধার।’

তিনি আরো জানান, ইসরায়েলি সামরিক বাহিনী বানি সুহেইলা ও পূর্ব খান ইউনিসে লিফলেট ছড়িয়ে মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

ওসিএইচএ’র হিসাব অনুযায়ী, ওই এলাকায় এখনও ৪০০টির বেশি পরিবার অবস্থান করছে। তিনি বলেন, ওসিএইচএ পুনর্ব্যক্ত করছে যে, বেসামরিক নাগরিকদের সবসময় সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। পরিস্থিতি অনুকূলে এলে তারা চাইলে নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার অধিকারও থাকতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram