

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ভুল চিকিৎসা প্রদান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এসময় প্রসিকিউটর হিসেবে নিরাপদ খাদ্য অধিদপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ সাথে ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারের সেবা ফার্মেসির মালিক উত্তম কুমার দত্ত হোমিওপ্যাথি সনদ নিয়ে রোগীদের সর্বরোগের চিকিৎসা প্রদান, এলোপ্যাথিক ঔষধ প্রেসক্রাইব ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রি করে আসছিলেন। এই অপরাধে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১ লাখ টাকা জরিমানা করেন।

