

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে নাটোরের বাগাতিপাড়া উপজেলা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১০ ঘটিকা থেকে উপজেলার বিভিন্ন স্থানে তারা ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি ভোল্ডেমারস ডুডুমস (Voldemers DUDUMS) ও জেনি গুস্তাফসন (Jenny Gustafson), সাথে বাংলাদেশী দোভাষী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সামি আবিদ ফায়েজ।
বিশেষ করে বাগাতিপাড়ায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ও উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণের সময় প্রতিনিধি দল উপস্থিত থাকেন ও নির্বাচন কেন্দ্রীয় বিভিন্ন ব্যাপারে মতবিনিময় করেন তার।
এসময় আরো উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি, বাগাতিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকদের নেতৃবৃন্দ।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। এই দলের অংশ হিসেবে তিন সদস্যের একটি দল বর্তমানে নাটোর, পাবনা, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় করছে।
উল্লেখ্য, আজ ২২ জানুয়ারি থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু হয়েছে ও আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

