

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স জানিয়েছেন যে তিনি চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেকেন্ড লেডি এই খুশির খবরটি ভাগ করে নেন।
তিনি জানিয়েছেন আগামী জুলাই মাসের শেষের দিকে তাদের পরিবারে এক নতুন পুত্রসন্তানের আগমন ঘটতে যাচ্ছে। বর্তমানে উষা এবং গর্ভস্থ সন্তান উভয়েই সুস্থ রয়েছেন বলে তার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই ব্যক্তিগত ও তাৎপর্যপূর্ণ সংবাদটি পরিবেশন করা হয়েছে।
৪০ বছর বয়সী উষা ভ্যান্স এবং জেডি ভ্যান্স দম্পতির বর্তমানে ইওয়ান, বিবেক এবং মিরাবেল নামে তিনটি ছোট সন্তান রয়েছে। উষা চিলুকুরি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। তার বাবা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা মলিকুলার বায়োলজিস্ট, যাঁরা ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসিত হয়েছিলেন।
২০১০ সালে ইয়েল ল স্কুলে পড়ার সময় জেডি ভ্যান্সের সঙ্গে উষার প্রথম পরিচয় হয় এবং সেখান থেকেই তাদের প্রণয় ও পরবর্তীকালে পরিণয় ঘটে। সেকেন্ড লেডি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে উষা একজন সফল করপোরেট আইনজীবী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসসহ একাধিক রক্ষণশীল বিচারপতির অধীনে কাজ করেছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে উষা ভ্যান্সই প্রথম সেকেন্ড লেডি যিনি এই পদে থাকাকালীন মা হতে যাচ্ছেন। যদিও এর আগে ফার্স্ট লেডিদের ক্ষেত্রে এমন নজির রয়েছে। ১৮৯৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের স্ত্রী ফ্রান্সেস ক্লিভল্যান্ড হোয়াইট হাউসে কন্যাসন্তান এস্থারের জন্ম দিয়েছিলেন।
বর্তমান ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জেডি ভ্যান্স বরাবরই যুক্তরাষ্ট্রে জন্মহার বৃদ্ধির পক্ষে জোরালো সওয়াল করে আসছেন। গত বছরও তিনি এক বক্তৃতায় বলেছিলেন যে, ‘আমি খুব সহজভাবে বলতে চাই, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশু দেখতে চাই।’ উষা ভ্যান্সের এই গর্ভাবস্থার খবরটি তার স্বামীর আদর্শিক অবস্থানের সঙ্গেও এক মেলবন্ধন তৈরি করেছে।
পেশাগত জীবনে উষা ভ্যান্সের আইনি অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ হলেও বর্তমানে তিনি সেকেন্ড লেডি হিসেবে তার নতুন ভূমিকা এবং পরিবারের প্রতি মনোযোগ দিচ্ছেন। জেডি ভ্যান্স এবং উষার এই পথচলা অভিবাসী ভারতীয় বংশোদ্ভূতদের জন্য এক অনন্য সাফল্যের গল্প হিসেবে দেখা হয়।
তাদের নতুন সন্তানের আগমনের খবরে হোয়াইট হাউস এবং রিপাবলিকান মহলে আনন্দের জোয়ার বইছে। জুলাই মাসে নতুন সদস্যের আগমনের অপেক্ষায় থাকা ভ্যান্স পরিবারকে অনেক শুভাকাঙ্ক্ষী অভিনন্দন জানিয়েছেন।
সূত্র: বিবিসি।

