

ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যেই ক্যারিবিয়ান অঞ্চলে শক্তিমত্তা দেখিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। মঙ্গলবার পানামার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র।
পানামার পুলিশ, বিমান, নৌবাহিনী এবং সীমান্তরক্ষী ২৫ জনের সাথে অংশ নেয় যুক্তরাষ্ট্রের ২৫ মেরিন সেনা। মূলত এই মহড়ার মধ্য দিয়ে উষ্ণমণ্ডলীয় জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করতে চাইছে মার্কিন সেনারা। আর মাদক পাচার বিরোধী লড়াইয়ে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি, পানামার লক্ষ্য।
মার্কিন বাহিনীর দাবি, ভেনেজুয়েলার সাথে চলমান উত্তেজনার সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই, বরং পানামার সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তির আওতায় এই পদক্ষেপ।
এর আগে, পানামা খাল সুরক্ষার লক্ষ্যে চলতি বছর দেশটির সাথে বেশ কয়েকটি অনুশীলনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। প্যানাম্যাক্স আলফা-২০২৫ এর অংশ এগুলো।

