ঢাকা
২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:০৪
logo
প্রকাশিত : মে ২৪, ২০২৫

আবুধাবিতে রেকর্ড ৫০.৪ ডিগ্রি তাপমাত্রা

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। মে মাসে এটি দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। মরুভূমি অধ্যুষিত এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এই দেশে কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। শুক্রবার জুমার নামাজে অংশ নেয়া অনেক মুসল্লি অসুস্থ বোধ করেন। কেউ কেউ প্রায় অজ্ঞান হয়ে পড়েন, যদিও দেশটি চরম গরমে অভ্যস্ত। সর্বোচ্চ এ তাপমাত্রা রেকর্ড করা হয় আবুধাবির একটি অঞ্চলে। বিশ্বের অন্যতম উত্তপ্ত অঞ্চলগুলোর মধ্যে এটি একটি এবং এই তেলসমৃদ্ধ উপসাগরীয় রাষ্ট্রের রাজধানী। একজন ২৬ বছর বয়সী অধিবাসী বলেন, শুক্রবার আবহাওয়া ভয়ানক গরম ছিল, সহ্য করার মতো নয়। আমি মসজিদে দেরি করে পৌঁছেছিলাম। তাই বাইরে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়েছে। নামাজ শেষে আমি পুরোপুরি ঘেমে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন অজ্ঞান হয়ে যাবো।

ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ২০০৩ সাল থেকে শুরু হওয়া রেকর্ড অনুযায়ী মে মাসে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২০০৯ সালে ৫০.২ ডিগ্রি। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সংযুক্ত আরব আমিরাত। তারা ২০২৩ সালে সিওপি২৮ বা কপ২৮ জলবায়ু সম্মেলনের আয়োজকও ছিল। এপ্রিল মাসেও গড় তাপমাত্রায় রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার জনগণকে দুর্বিষহ গরম থেকে রক্ষা পেতে প্রচুর পানি পান করতে, সঠিক পোশাক পরতে এবং সানস্ক্রিন ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়। এদিন কিছু অঞ্চলে আর্দ্রতা ৮০ শতাংশ পর্যন্ত পৌঁছায়, যা গরমকে আরও বেশি অসহনীয় করে তোলে। দুবাইয়ের ৩১ বছর বয়সী বিপণন কর্মকর্তা মোহাম্মদ জুমা বলেন, আমি চোখের সামনে এক ব্যক্তিকে ডানে-বামে দুলতে দেখলাম, তারপর তিনি রাস্তায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহই মানুষকে সহায় করুন।

৪৫ বছর বয়সী ইউসুফ দুবাইয়ে পর্যটকদের জন্য হট এয়ার বেলুন পরিচালনা করেন। তিনি বলেন, এই দমবন্ধ করা পরিস্থিতিতে মনে হচ্ছিল কিছুই করতে পারছি না। আসলে সমস্যা আর্দ্রতায়, বাতাসে যেন অক্সিজেনই নেই। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, পুনরাবৃত্তি হওয়া গরমের ঢেউ জলবায়ু পরিবর্তনের পরিষ্কার প্রভাব এবং ভবিষ্যতে এগুলো আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ হবে। গত ৩০ বছরে চরম গরম দিনের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থার ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরব দেশগুলোর বহির্বিশ্বে কাজ করা শ্রমিকদের মধ্যে ৮৩.৬ শতাংশই চরম তাপের ঝুঁকিতে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি স্পষ্টভাবে সামনে আসে গত জুনে, যখন সৌদি আরবে হজ পালনকালে ১,৩০০ জনের বেশি মানুষ মারা যান। তাদের বেশির ভাগই অননুমোদিত হাজি ছিলেন এবং দীর্ঘ সময় রোদের মধ্যে থাকায় মৃত্যুবরণ করেন। ২০২২ সালে গ্রিনপিস পরিচালিত একটি গবেষণায় বলা হয়, মধ্যপ্রাচ্য মারাত্মক খাদ্য ও পানির ঘাটতি এবং তীব্র গরমের ঝুঁকিতে, যা জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে। এই গবেষণায় দেখা যায়, এই অঞ্চল বিশ্বের গড়ের চেয়ে প্রায় দ্বিগুণ হারে উত্তপ্ত হচ্ছে। ফলে এখানকার খাদ্য ও পানি সরবরাহ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram