যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ নেওয়ার প্রেক্ষাপটে চীন হুঁশিয়ারি দিয়েছে—চীনের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো দেশ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না করে।
সোমবার (২১) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান মর্যাদায় পরামর্শের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিরোধ মেটানোর প্রচেষ্টাকে চীন সম্মান করে। তবে যদি কোনো পক্ষ চীনের স্বার্থের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যায়, তাহলে চীন এর তীব্র বিরোধিতা করবে।’
মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘যদি কোনো দেশ চীনের স্বার্থবিরোধী চুক্তি করে, তাহলে বেইজিং শক্তভাবে ও পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।’
এই বক্তব্য এসেছে এমন সময়ে, যখন ব্লুমবার্গসহ একাধিক সংবাদমাধ্যম—জানিয়েছে, ট্রাম্প প্রশাসন আবারও নতুন করে অন্য দেশগুলোকে চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করার চাপ দিচ্ছে, যাতে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক ছাড় পেতে পারে।
মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র তথাকথিত ‘সমতা’র নামে সব বাণিজ্যিক অংশীদারদের ওপর শুল্ক আরোপ করেছে এবং একতরফাভাবে সবাইকে তথাকথিত ‘পাল্টা শুল্ক’ আলোচনায় বাধ্য করছে।’
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানায়, চীন তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং সক্ষম। পাশাপাশি, সব অংশীদারের সঙ্গে সংহতি জোরদারে চীন আগ্রহী।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে আগ্রহী দেশগুলোর ওপর চাপ দিচ্ছে যেন তারা চীনের সঙ্গে বাণিজ্য কমায়, এমনকি প্রয়োজনে আর্থিক জরিমানারও মুখে পড়তে পারে।