ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৬

শেষ সিনেমার জন্য কত কোটি টাকা নিলেন বিজয়?

অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতিতে পুরোপুরি মনোযোগ দিয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা থালাপাতি বিজয়। তার অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’। সিনেমাটি নিয়ে বিজয় ভক্তদের মাঝে দারুণ উন্মাদনা দেখা দিয়েছে। তারই প্রমাণ মিলেছে—অগ্রিম টিকিট বিক্রির অঙ্ক দেখে! এরই মাঝে সিনেমাটির বাজেট, বিজয়সহ অন্য অভিনয়শিল্পীদের পারিশ্রমিক নিয়েও জোর চর্চা চলছে।

‘জন নায়াগান’ সিনেমার বাজেট কত?
‘জন নায়াগান’ সিনেমার বাজেট ৩৮০ কোটি রুপি; যা ব্যয়বহুল তামিল সিনেমার মধ্যে অন্যতম এটি। এ সিনেমার জন্য পরিচালক এইচ. বিনোত পারিশ্রমিক নিয়েছেন ২৫ কোটি রুপি। সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রর নিয়েছেন ১৩ কোটি রুপি।

বিজয়ের পারিশ্রমিক কত?
থালাপাতি বিজয় সিনেমাটির জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। এক-দেড় কোটি নয়, ২২০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৯৭ কোটি টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন; যা তাকে সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা করে তুলেছে। বিজয় ছাড়াও ববি দেওল এবং পূজা হেগড়ে নিয়েছেন মাত্র ৩ কোটি রুপি করে। এর আগে ‘গট’ বা ‘গ্রেটেস্ট অব অল টাইম’ সিনেমার জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন; ‘জন নায়াগান’ সিনেমার মাধ্যমে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন বিজয়। ২০২৩ সালে ‘ভারিসু’ সিনেমার জন্য ১১০–১২৫ কোটি রুপি, ‘লিও’ সিনেমার জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন বিজয়।

শাহরুখ, সালমান, প্রভাসকে টপকে গেলেন বিজয়
তুলনামূলকভাবে দেখা যায়, শাহরুখ খান ‘জওয়ান’ সিনেমার জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নিয়েছিলেন ২০০ কোটি রুপি (লভ্যাংশ বাদে)। একইভাবে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমার জন্য ১৬০–২০০ কোটি রুপি নিয়েছেন প্রভাস। সালমান খান ‘সিকান্দার’ সিনেমার জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। এই হিসাব অনুযায়ী, বিজয় ভারতের সবচেয়ে বড় সুপারস্টারদেরও বড় ব্যবধানে টপকে গিয়েছেন।

কবে মুক্তি পাবে ‘জন নায়াগান’?
গত ৯ জানুয়ারি, বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু মুক্তির দুই দিন আগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কেভিএন প্রোডাকশন্স জানায়, নির্ধারিত তারিখে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তি আটকে যাওয়ার কোনো কারণ পরিষ্কারভাবে ব্যাখ্যা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) না পাওয়ার কারণে জটিলতা তৈরি হয়েছে। অতিরিক্ত সহিংসতা নিয়ে প্রথমে আপত্তি জানায় বোর্ডের সদস্যরা। কয়েকটি দৃশ্য কাটছাঁট করার নির্দেশ দেন। পরে তা সংশোধন করে জমা দেওয়া হয়। পরবর্তীতে নতুন করে আপত্তি জানায় বোর্ডের একজন সদস্য। বিষয়টি আদালতে গড়িয়েছে। আগামী ২১ জানুয়ারি পর্যন্ত সিনেমাটির মুক্তি স্থগিত করেছেন আদালত।

তথ্যসূত্র: ডিএনএ

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram