

বক্স অফিসে সাড়া জাগানো ‘কেজিএফ’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিতি করে তোলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে দুটি সিনেমা। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ও বহু আলোচিত সিনেমা ‘টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’, যা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) টিজার মুক্তি পেয়েছে।
সম্প্রতি যশ অভিনীত ‘টক্সিক'–এর টিজার নিয়ে আপত্তি জানিয়েছে কর্ণাটক রাজ্য মহিলা কমিশন (কেএসডব্লিউসি)। অভিযোগের পর সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে ‘উপযুক্ত ব্যবস্থা’ নিতে চিঠি দিয়েছে কমিশন।
টিজারটি মুক্তির পর সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়। এতে যশকে একটি গাড়ির ভেতরে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়, এরপর তিনি কয়েকজনকে গুলি করেন। এই দৃশ্যগুলোকে ‘অশ্লীল’ আখ্যা দিয়ে ১২ জানুয়ারি আম আদমি পার্টি (এএপি) কর্ণাটক মহিলা কমিশনে অভিযোগ দায়ের করে।
পিটিআই-এর খবরে বলা হয়, এএপি কর্ণাটক রাজ্য শাখার মহিলা উইংয়ের নেত্রীরা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে টিজারটি অপসারণের দাবি জানান। অভিযোগের ভিত্তিতে কেএসডব্লিউসি সিবিএফসিকে চিঠি লিখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেছে।
এএপি রাজ্য সম্পাদক উষা মোহন চিঠিতে দাবি করেন, 'টিজারের অশ্লীল ও স্পষ্ট কনটেন্ট নারী ও শিশুদের সামাজিক কল্যাণে গুরুতর ক্ষতি করছে। বয়সভিত্তিক কোনো সতর্কতা ছাড়াই জনসমক্ষে প্রকাশিত এসব দৃশ্য নারীর মর্যাদা ক্ষুণ্ন করে এবং কন্নড় সংস্কৃতিকে অপমান করে।'
তিনি আরও বলেন, 'বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের ওপর বিরূপ প্রভাবের কথা বিবেচনা করে কমিশনের হস্তক্ষেপ প্রয়োজন। টিজারটি নিষিদ্ধ করে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর নির্দেশ দেওয়া হোক।'
কমিশনের সচিব সিবিএফসিকে পাঠানো চিঠিতে বলেন, 'পিটিশনে উত্থাপিত বিষয়গুলো বিধি অনুযায়ী যাচাই করে পরবর্তী পদক্ষেপ নিয়ে অ্যাকশন-টেকেন রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।'
যশের ৪০ তম জন্মদিন উপলক্ষে ৮ জানুয়ারি টক্সিক : অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন আপস’–এর টিজার প্রকাশ করা হয়। গীতু মোহনদাস পরিচালিত ছবিটিতে যশের সঙ্গে অভিনয় করছেন রুক্মিণী বসন্ত, নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয় ও সুধেব নায়ার। যশ ও গীতু মোহনদাস যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন।
ছবিটি ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। মুক্তির দিনে এটি রণবীর সিংয়ের বহুল প্রতীক্ষিত ধুরন্ধর ২-এর সঙ্গে বক্স অফিসে মুখোমুখি হবে।

