ঢাকা
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৫
logo
প্রকাশিত : অক্টোবর ৫, ২০২৫

প্রযোজকের সঙ্গে রাশমিকার আংটিবদল হলেও ভেঙেছিল বিয়ে, নেপথ্যে কে

দীর্ঘ আট বছর ধরে গোপনে চলা সম্পর্কের পর এবার ঘরোয়া পরিবেশে আংটিবদল সম্পন্ন করলেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডা। তবে দুই তারকার বাগদানের এই সুখবর আসার পেছনে লুকিয়ে রয়েছে এক অজানা গল্প, যেখানে প্রযোজকের সঙ্গে আংটিবদল সেরেও রাশমিকার বিয়ে ভেঙেছিল এবং সেই ভাঙনের নেপথ্যে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে ছিলেন বিজয় দেবরকোন্ডা।

২০১৫ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক ঋষভ শেট্টির হাত ধরে ‘কিরিক পার্টি’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন রাশমিকা। এই ছবিতে রাশমিকা জুটি বাঁধেন প্রযোজক রক্ষিত শেট্টির সঙ্গে। 

শোনা যায়, শুটিংকালে রক্ষিত ও রাশমিকার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৭ সালের জুলাই মাসে তাদের আংটিবদল পর্যন্ত হয়। যদিও বয়সের পার্থক্য ছিল ১৩ বছর, তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি তাদের জন্য।

 
কিন্তু সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এক অনিচ্ছাকৃত কারণে বিয়ে ভেঙে যায় রাশমিকা ও রক্ষিতের। দু’পরিবারের সম্মতিতেই তাঁদের বাগদানের আংটি ফিরিয়ে দেওয়া হয়। এই সময়েই নানা গুঞ্জন ছড়ায় যে, এই ভাঙনের পেছনে ছিলেন বিজয় দেবরকোন্ডা। 

‘গীত গোবিন্দম’ সিনেমার মাধ্যমে ২০১৮ সালে রাশমিকা ও বিজয়ের প্রথম জুটি হিসেবে বড় পর্দায় প্রেমের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। এরপর থেকে দু’জনের সম্পর্ক ক্রমশ গাঢ় হতে থাকে। একসঙ্গে বিদেশ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ ও বিভিন্ন জনসমক্ষে দেখা যাওয়ায় এই সম্পর্কের পক্ষে ইঙ্গিত মেলে।

যদিও বিজয় এবং রাশমিকা কখনোই এই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। গত বছর মলদ্বীপ সফরেও তারা একসঙ্গে ছিলেন, যা গুঞ্জনকে আরও জোরালো করেছে। তবে রাশমিকা বহুবার ব্যক্তিগত জীবনের প্রশ্ন এড়িয়ে যান এবং বলেন, আমি এখন আমার কাজ নিয়ে মনোযোগী।

অন্যদিকে, বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকের সঙ্গে বিজয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও শোনা গেছে নানা গুঞ্জন। করণ জোহরের শো-তে বিজয় নিজেও স্বীকার করেছিলেন, অনন্যার সঙ্গে ‘ডেট’ করতেন, যদিও সেটি গভীর সম্পর্ক হিসেবে দেখা হয়নি। অনন্যাও জানিয়েছিলেন, তারা শুধুমাত্র বন্ধুত্বের স্তরে আছেন।

এখনও পর্যন্ত বিজয় ও রাশমিকা আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক বা বাগদানের বিষয়টি ঘোষণা করেননি। তবে ঘনিষ্ঠ সূত্রের খবর, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়তে পারেন তারা। এই নিয়ে উভয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য না থাকলেও বলিউড ও দক্ষিণী সিনেমার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বিয়ে সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram