ঢাকা
১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৬
logo
প্রকাশিত : মে ১২, ২০২৫

৮ বউ নিয়ে হাজির হচ্ছেন মোশাররফ করিম

একজন, দুইজন বা তিনজন নয়, আট নায়িকা নিয়ে পর্দায় আসছেন ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিম। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেতে যাচ্ছে। কমেডি ঘরানার এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার সঙ্গে অভিনয় করেছেন এক ঝাঁক অভিনেত্রী।

সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুনা খানকে। অন্যদিকে বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, সিরিজে তাকে বিপরীত চরিত্রে দেখা যাবে। মৌসুমী হামিদকে দেখা যাবে নারী মৌয়ালের চরিত্রে। সাদিয়া আয়মান অভিনয় করেছেন ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায়।

জুই করিমকে দর্শক দেখবে একদম নতুন আঙ্গিকে। ফারহানা হামিদের চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান—যা দর্শকদের ছুঁয়ে যাবে। এছাড়া অদিতি ও বৃষ্টি দুইজন নতুন মুখের আবির্ভাব ঘটেছে এই সিরিজে।
এর গল্পে দেখা যাবে, ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ।

সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ, তাই দ্বিধায় পড়ে যায় সে।

না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় আব্বাসকে। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাসের আট সংসারে শুরু হয় নানা ঝামেলা। তা নিয়েই গল্প এগোতে থাকে।

সিরিজটি প্রসঙ্গে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী জানান, ‘সবার জন্য দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা হইচই-এর দর্শকের কাছে আমাদের বোহেমিয়ান ঘোড়া পৌঁছানোর। এই সিরিজে আব্বাস (মোশাররফ করিম) কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলান, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে। এরসাথে আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার।’

সিরিজে নিজের চরিত্র নিয়ে মোশাররফ করিম বলেন, ‘নির্মাতা অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। সেই সঙ্গে দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণেই সিরিজটির সঙ্গে আমার যুক্ত হওয়া। আমার বিশ্বাস, দর্শক ‘বোহেমিয়ান ঘোড়া’তে সম্পূর্ণ নতুন কিছু পাবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram