ঢাকা
১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৫৬
logo
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫

দুঃখিত ডালিম সাহেব, পাকিস্তান ভালোবাসি না: প্রিন্স মাহমুদ

দীর্ঘ দিনের আড়াল ভেঙে ভিজ্যুয়ালি দেখা দিয়েছেন আলোচিত মেজর ডালিম। গত রবিবার রাতে তার লাইভ সাক্ষাৎকার ইউটিউবে প্রচার হয়। ইলিয়াস হোসেন সঞ্চালিত এ আলাপচারিতায় উঠে আসে— বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভারত-পাকিস্তান, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান প্রসঙ্গ।

এসব বিষয় নিয়ে নানারকম তথ্য উপস্থাপন করেন মেজর ডালিম। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তার সব বক্তব্যর সঙ্গে একমত নন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

সোমবার (৬ জানুয়ারি) প্রিন্স মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই শিল্পী লেখেন, “দুঃখিত ডালিম সাহেব, প্রভুত্ব ফলাতে চায় বলে ভারতের উপর রাগ আছে কিন্তু পাকিস্তান ভালোবাসি না। এই জন্মে না…।”

প্রিন্স মাহমুদের এই বক্তব্য নিয়েও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরাও। সাজ্জাদ হোসাইন মিলাদ লেখেন, “ডালিম উন্মাদ, মিথ্যাবাদী। ডালিমের এই ইতিহাস একমাত্র ডালিম ছাড়া আর কারো কাছে নাই।” এস এম ওসমান হৃদয় লেখেন, “আপনাকে কেউ ভালোবাসতে বলেনি স্যার, শুধু মুক্তিযুদ্ধের আসল ইতিহাসটা জানলেই হবে।” এমন অনেক মিশ্র মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ মেজর ডালিমের কাছে জানতে চান সঞ্চালক ইলিয়াস হোসেন। এ বিষয়ে মেজর ডালিম বলেন, “খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে? এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করব? নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে?”

একটি ঘটনা উল্লেখ করে মেজর ডালিম বলেন, “যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজউদ্দিনকে পারমিশন দেয়া হলো একটা প্রভিশনাল গভমেন্ট গঠন করার। সাতটা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন। এটা যে একটা দাসখত আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য-অঙ্গরাজ্যে পরিণত হবো।”

শেখ মুজিবুর রহমানের নয়াদিল্লি হয়ে ঢাকায় ফেরার ঘটনা স্মরণ করে মেজর ডালিম বলেন, “শেখ মুজিবকে যখন ছাড়া হলো, তখন তো তিনি কিছুই জানতেন না। দেশ স্বাধীন হয়েছে, নাকি মুক্তিফৌজ বলে কিছু ছিল। হাজার হাজার মানুষ দেশ ছেড়েছে, প্রাণ হারিয়েছে সেসব কিছুই জানতেন না। তাকে যখন ছেড়ে দেয়া হলো ইন্দিরাগান্ধীকে ফোন করে মুজিব বললেন, আমি দেশে ফিরে যাচ্ছি। যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানাতে চাই। তখন গান্ধী বললেন, আপনি না ফোন করলেও আমিই আপনাকে ফোন করতাম। আপনি নয়াদিল্লি হয়ে ঢাকায় যাবেন। মুজিব সেটাই করলেন, লন্ডন হয়ে নয়াদিল্লি গেলেন।”

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram