ঢাকা
২১শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২১, ২০২৫

ঢাবিতে আলোচনায় নারীর পোশাকের স্বাধীনতা, ইতিবাচক জামায়াত-শিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১০১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির। ভিপি, জিএস, এজিএসসহ কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। শিবিরের এমন অভাবনীয় জয় আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে, ইসলামী ভাবধারার সংগঠন শিবির ইস্যুতে নারীদের পোশাকের স্বাধীনতার বিষয়টি সবচেয়ে বেশী সামনে আসে। তবে সম্প্রতি নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারও পোশাক, ব্যক্তিগত পরিচয়, প্রতীক নিয়ে হেয় করা বা হস্তক্ষেপ করা যাবে না। এমনকি কোনো সিম্বলকে অপরাধী করাও চলবে না। এখানে শিক্ষার্থীর যেমন হিজাব পরার অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরারও সমান অধিকার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও আদর্শিক বৈচিত্র্য রক্ষায় ছাত্রশিবির সংকল্পবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

তবে নারীর পোশাক নিয়ে বিভিন্ন সময় শিবিরের তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের কর্মকাণ্ড বেশ সমালোচিত হয়েছে। এ বিষয়ে সংগঠনের কঠোর অবস্থানের কথা জানান সাদিক কায়েম।

তিনি বলেন, নারীদের নিয়ে অশ্লীল শব্দচয়ন বা স্ল্যাটশেমিংকারীরা কালপিট। তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এ ধরণের অভিযোগ আসলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবো। এছাড়া, আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে, নারী শিক্ষার্থীদের সঙ্গে ডাকসুর শিবির নেতাদের সখ্যতা চোখে পড়ার মতো। শিবির নেতাদের এমন আচরণকে বন্ধুসুলভ এবং ইতিবাচক বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ডাকসুর ছাত্রনেতাদের কেউ সীমা লঙ্ঘন করেনি। নেতারা সকলকে নিয়েই চলছেন। তবে কিছু লোক প্রতিহিংসার আগুনে জ্বলছেন।

এদিকে, পুরো বিষয়টি নিয়ে নারী শিক্ষার্থীরা বলছেন, এখনও সেভাবে হুমকি দেখা যাচ্ছে না। আরও কিছুদিন পর বিষয়টি বোঝা যাবে। শেষ ভালো যার সব ভালো তার। ঢাকসুতে জয়ীরা নারীর স্বাধীনতা ও পোশাকের বৈচিত্রতাকে সম্মান জানাবে, এমনটা প্রত্যাশা করছেন তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram