ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৮, ২০২৫

১২ শতাধিক দৌড়বিদ নিয়ে ঢাবিতে ‘রান ফর গ্রিন ক্যাম্পাস’

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘DURC 10K 2025' শীর্ষক সচেতনতামূলক দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ এবং ৫ কিলোমিটারের বর্ণাঢ্য রানিং ইভেন্টের প্রতিপাদ্য ছিলো ‘রান ফর গ্রিন ক্যাম্পাস’।

শুক্রবার ভোর ৫.৪৫টায় শুরু হওয়া দৌড়টি আয়োজনে ছিলো ঢাকা ইউনভার্সিটি রানার্স কমিউনিটি। যেখানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের খ্যাতনামা প্রায় সকল দৌড়বিদ, আয়রনম্যান, মাস্টার অ্যাথলেটস, এভারেস্ট জয়ী, পাওয়ারম্যান সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের পেশাদার ও অপেশাদার দৌড়বিদ।

দৌড়টি বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের গেইট (বসুনিয়া তোরণ) থেকে শুরু হয়ে ভিসি চত্বর, টিএসসি, শাহবাগ, থেকে ইউটার্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো, ঢাকা গেইট, শিক্ষাভবন থেকে ইউটার্ন নিয়ে দোয়েল চত্বর, শহিদ মিনার, ভাস্কর্য মোড়, ব্রিটিশ কাউন্সিল, নীলক্ষেত বিশ্ববিদ্যালয় তোরণ থেকে ইউটার্ন নিয়ে বসুনিয়া তোরণে শেষ হয়। এই ট্র্যাকে যারা ৫ কিলোমিটারের প্রতিযোগী তারা দৌড়ান এক লেপ এবং ১০ কিলোমিটারের প্রতিযোগিতারা দৌড়ান দুই লেপ।

১ ঘণ্টা ৪০ মিনিটে ১০ কিলোমিটার এবং ৬০ মিনিটের মধ্যে ৫ কিলোমিটার সময়ের মধ্যে যারা রান শুরু করেন প্রত্যেককে ফিনিশিং মেডেল, খাবার ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। এতে দুই ক্যাটাগরিতে নারী-পুরুষ মোট ১২ জন প্রতিযোগীকে নগদ অর্থ, বিশেষ স্মারক প্রদান করা হয়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রেস থেকে রানিংয়ে নতুন একটি অ্যাওয়ার্ড প্রদান করা হয় ‘যেটি ছিলো সর্বশেষ ফিনিশার পুরস্কার তথা ‘লাস্ট ফিনিশার অ্যাওয়ার্ড’। দৌড়ের ব্যক্তিগত ফলাফল (গান টাইমের ভিত্তিতে) গণনা করা হয়।

সকাল ৮টা থেকে ৮.৩০টা থেকে চলা পুরস্কার বিতরণ মঞ্চে পোডিয়ামদের নাম ঘোষণা করা হয়। যেখানে, ১০ কিলোমিটারে নারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সাবরিনা আক্তার স্বর্ণা, প্রথম রানারআপ ইরি লি এবং দ্বিতীয় রানারআপ রিতা দেবী। DURC 10K 2025 এর ১০ কিলোমিটারে চ্যাম্পিয়ন হয়েছেন আশরাফুল আলম, প্রথম রানারআপ পলাশ শেখ পলাশ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মো. রহিম উদ্দিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইভেন্টে ৫ কিলোমিটারে নারী ক্যাটাগরীতে চ্যাম্পিয়ন হয়েছেন তেরাসা কচি, প্রথম রানারআপ সাদিয়া মুর্শেদ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন জোনাকি আক্তার মনি। ৫ কিলোমিটারে পুরুষ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন মো. আমির হোসাইন আমু, প্রথম রানারআপ মো. ইমন এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মোহাম্মদ সাইদুস সাকলাইন।

আয়োজনে সহযোগিতায় ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র এবং প্রক্টরিয়াল টিম। আরও সহযোগিতায় ছিলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। মেডিকেল সাপোর্ট এবং অন্যান্য সহযোগিতায় প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ডেকো, চারদিকে, সাউথইস্ট ব্যাংক, গিগাবাইট, কডস, প্রিয়শপ ভ্রুভানা, ফুয়েল প্রভৃতি প্রতিষ্ঠান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram