

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন ২১৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় উপজেলার গান্ধাইল ইউনিয়নের টিকরাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালগুলো উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। পরে জব্দকৃত চাল উপজেলা খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক সাইফুল ইসলামের জিম্মায় রাখা হয়।
ইউএনও জানান,“চালের সাথে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ কারণে ইনচার্জ কাজিপুর থানাকে একটা জিডি করে রাখার আদেশ প্রদান করা হয়েছে। একইসাথে জুডিশিয়াল আদালত থেকে চালগুলো বিধি মোতাবেক নিষ্পত্তি করার আদেশ নেওয়ার জন্য উক্ত আদালতে উপস্থাপন করতে বলা হয়েছে।”

