

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেল কক্ষ থেকে সিলেটের এক তরুণ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে হোটেল ওয়ার্ল্ড বীচের ৫০৬ নম্বর কক্ষ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তরুণের নাম সৌরভ (সিলেট পৌর এলাকা)।
পুলিশ ও বন্ধুরা জানান, তিনি চার বন্ধু নিয়ে ১০ নভেম্বর কক্সবাজারে ঘুরতে আসেন। কলাতলীতে পৌঁছে তাঁরা হোটেলটির উক্ত কক্ষটি ভাড়া নেন।
হোটেল–সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বেশ কিছু সময় কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে বন্ধুরা দরজা খুলে সৌরভকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াছ খান বলেন, ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

