

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার রোহিতপুর ইউনিয়নের সবুজ ছায়া গোল্ডেন সিটির কাশবন থেকে অটোচালক বাচ্চু মিয়া (৬৫) হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, হৃদয় (২১), মাহামুদুল ইসলাম হাসান (৩০), মোঃ সাহেদ (১৭), মোঃ নুরুল ইসলাম (৩৮)।
আজ শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশ এক প্রেস রিলিজের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে বাচ্চু মিয়া হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত ০৬ অক্টোবর সন্ধ্যায় অটোচালক বাচ্চু মিয়াকে ভাড়া করে নিয়ে যায় এবং ওইখানে তাদের অপর সহযোগীদের সহায়তায় অটোচালক বাচ্চু মিয়াকে হত্যা করে অটো নিয়ে চলে যায়। অটোর ব্যাটারী খুলে মোঃ নুরুল ইসলাম এর কাছে ২৩,২০০/- টাকা বিক্রি করে আসামিরা টাকা ভাগবাটোয়ারা করে নেয়। কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলায় আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে।

