

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর মির্জাগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ মিরাজুল ইসলাম শান্ত, মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম, মির্জাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, পল্লী বিদ্যুৎ মির্জাগঞ্জ জোনাল অফিসের এজিএম পলক সাহা, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, জামায়াতে ইসলামী মির্জাগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর মাওঃ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার ১৬টি পূজা মণ্ডপের সার্বিক অবস্থা, সকল ধরণের সমস্যা ও সমাধানের উপায়, পূজা চলাকালীন ও পরবর্তী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের ভূমিকা এবং পুজা মণ্ডপের অভ্যন্তরে ও বাইরে দর্শনার্থীদের নিরাপত্তাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন সেনাবাহিনী, থানা পুলিশের নজরদারি ও গভীর পর্যবেক্ষণের বিষয়ে আলোচনা হয়। নিরাপত্তার জন্য এছাড়াও সার্বক্ষণিক আনসার গ্রাম পুলিশ মোতায়েন থাকবে।

