ঢাকা
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১২:৫০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১৬, ২০২৫

বাউফলে সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে চক্ষু ক্যাম্প

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার নাজিপুর ইউনিয়নের বড় ডালিমা দাখিল মাদ্রাসায় ওই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সহযোগিতায় ডিস্ট্রেসড্ চিলড্রেন এন্ড ইনফ্যাক্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এন্ড সাইট চিলড্রেন (আরএসসি) যৌথভাবে ওই চক্ষু ক্যাম্পের আয়োজন করেছেন।

বিনামূল্যে চিকিৎসা নিতে আসা নরুজাহান বেগম (৪৫), জলিল হাওলাদার (৬০) ও জেসমিন নাহার (২৩) বলেন, আমাদের চোখের সমস্যা দেখাতে এসেছি। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের বিনামূল্যে ওষুধ ও চশমা দিয়েছেন।

আরএসসির প্রোগ্রাম ম্যানেজার রোমেল নাসের জানান, ২০১৮ সাল থেকে সারাদেশে এই ধরণের ক্যাম্প করে সুবিধাবঞ্চিত মানুষ যারা অর্থের অভাবে চোখের চিকিৎসা, ওষুধ, চশমা এবং ছানি অপারেশন খরচ বহন করতে পারেন না, তাদের আমরা সম্পূর্ণ বিনামূল্যে এসব চিকিৎসা সেবা দিয়ে থাকি। মঙ্গলবার বড় ডালিমা মাদ্রাসা ক্যাম্পে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট থেকে আসা ৮ সদস্যের একটি মেডিকেল টিম ৬৭২ জনকে চোখের চিকিৎসা সেবা দিয়েছেন। যার মধ্যে ৭৩ জন ছানিপড়া রোগী রয়েছেন, তাদের অপারেশন করানো হবে। বাকিদের বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে।

বিনামূল্যে চক্ষু ক্যাম্পের চিকিৎসক মো. ইমাম রাখিব বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ অন্ধ হয়ে না যায় সেকারণেই এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা। আমরা চিকিৎসকরা সারাদিন সুবিধাবঞ্চিত মানুষদের চক্ষু চিকিৎসা দিয়েছি। যাদের চোখের ছানি পড়েছে তাদের বরিশালে নিয়ে অপারেশন করানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram