

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ৭৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে জেলার মেলান্দহের রায়ের বাকাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হওয়া সুজেদা বেগম রায়ের বাকাই এলাকার বেলাল মিয়ার স্ত্রী। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ২০ হাজার টাকা।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ বলেন, আটক ও পালিয়ে যাওয়ারা জেলায় মাদকের পাইকারী ব্যবসায়ী। তারা পুরো জেলায় মাদক সরবরাহ করে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওই এলাকা থেকে আটক করা হয়। এসময় পালিয়ে যায় বেলাল ও দুলাল নামে আরো দুইজন মাদক ব্যবসায়ী। পালিয়ে যাওয়া ব্যক্তিরা সিন্ডিকেটের সদস্য। তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

