মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে যৌথ অভিযোনে ৭০০ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।
আজ সোমবার (৩০ জুন) শিবালয় উপজেলা প্রসাশন, মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে আরিচা ঘাট বাজারের চিহ্নিত কয়েক ব্যবসায়ীর গুদাম ও যমুনা নদী থেকে এসব চায়না দুয়ারী জব্দ করে। জব্দকৃত চায়না দুয়ারী জালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা। জব্দকৃত দুয়ারী জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) মো. জাকির হোসেন জানান, জেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সহায়তায় এ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। এর সঙ্গে জড়িত ব্যবসায়ীরা পালিয়ে গেছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, পদ্মা-যমুনাবেষ্ঠিত শিবালয় উপজেলার বিস্তৃর্ণ এলাকায় বিভিন্ন ধরনের মাছ শিকার হয়ে আসছে। চলতি বর্ষা মওসুমে মাছ ধরার জাল ও অন্যান্য সরঞ্জামের চাহিদা বৃদ্ধি পায়। সুক্ষ্ম নাইলন সুতা ও এক থেকে দেড় ফুট ব্যাসের প্লাস্টিক গোলাকৃতির চাক দিয়ে তৈরি জাল খাল-বিল, নদী-নালায় ব্যবহার করে ছোট-বড় সব আকৃতির মাছ ধরা হয়। মাছের প্রজনন মওসুমে এসব জাল ব্যবহারের ফলে মাছের পোনা বংশ বৃদ্ধি ব্যহত হচ্ছে। এ কারণে সরকার এমন জাল সুতা ব্যবহার নিষিদ্ধ করেছে। এ জালের ব্যাপক চাহিদা থাকায় উপজেলার আরিচাঘাট বাজারে খুচরা ও পাইকারি ক্রয়-বিক্রয়ের দোকান গজিয়ে উঠে। রাজবাড়ি, পাবনা, টাঙ্গাইল জেলার নদী তীরবর্তী অনেক জেলে ও সৌখিন মৎস্য শিকারীরা কারেন্ট জাল ব্যবহারে বেশী আগ্রহী। ফলে, এসব নিষিদ্ধ জাল ক্রয়-বিক্রয়ের দোকান ও ভ্রাম্যমাণ ক্রেতা-বিক্রেতা দেখা যায়।