ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় সোনালী ব্যাংক পিএলসি'র সার্বিক সহযোগিতায় জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল অফিসার কাজী মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক বগুড়া জেলা শাখার অতিরিক্ত পরিচালক মো. রেজাউল করিম, সুকুমার সরকার, উপপরিচালক হাসিবুর হাসান, ধামইরহাট সরকারি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, ধামইরহাট সোনালী ব্যাংকের ব্যাবস্থাপক মো. বুলবুল আহমেদ, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মো. উজ্জল মিয়াসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।