ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: কে কি বলল সেটা বড় কথা না। যারা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন, তারেক রহমানকে বিশ্বাস করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর আস্থা রাখেন, সেই সাথে ধানের শীষকে প্রতীক মানেন, তাদের সকলের বিএনপির সদস্য হতে বাধা নেই।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত কর্মী সভায় যোগ দিয়ে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, 'বিগত সরকারের মত আমরা ফ্যাসিস্ট হবো না। আমরা দেশের জন্য কাজ করতে চাই। আমরা জনগণের জন্য কাজ করতে চাই। আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই।' যেকোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি কর্মীদের প্রতি সোচ্চার থাকার আহবান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির দিনাজপুর জেলা শাখার সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনুল হক সুজন, সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন, উপজেলা যুবদলের সদস্য-সচিব মোফাজ্জল হোসেন প্রধান মায়া, ১নং যুগ্ম আহ্বায়ক আবু হাশমী, যুগ্ম-আহবায়ক মোশাররফ হোসেন খোকন, মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মফিদুল ইসলাম, সদস্য-সচিব আল রাজী রাজীব, উপজেলা কৃষক দলের আহবায়ক জুয়েল সরকার, সদস্য-সচিব নেওয়াজ শরিফ, যুগ্ম-আহবায়ক পারভেজ হাসান, তাঁতি দলের আহবায়ক রিপন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দাম, সদস্য-সচিব আল মোবারসেল মোনয়ারুল ইসলাম প্রমুখ।