চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো.মোখলেসুর রহমান জামিনে মুক্তির পর জেলগেট থেকে আবারও গ্রেপ্তার হয়েছেন।
আজ সোমবার সকালে জেলা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মালখানায় ভাঙচুর ও লুটপাটের মামলায় গতকাল রোববার জজ আদালত থেকে তিনি জামিন পান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৬ মে ভোরে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে মোখলেসুর রহমানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন। ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ মামলায় সাতদিনের রিমান্ডেও ছিলেন তিনি। মোখলেসুর রহমান জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ছিলেন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, আদালতের জামিনের আদেশ পাওয়ার পর আজ সোমবার সকালে সাবেক মেয়র মোখলেসুর রহমানকে ছেড়ে দেওয়া হয়। পরে জেল গেট থেকে পুলিশের একটি দল তাঁকে আটক করে নিয়ে গেছে।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, ‘আজকে সোমবার জেলা কারাগারের সামনের রাস্তা থেকে সদর থানার পুলিশ ও ডিবি তাঁকে আটক করেন। বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে হামলার ঘটনার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।’