সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিজাম উদ্দিনের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য উপস্থাপন করায় রাস্তায় নেমে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শুক্রবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন অর রশিদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এই ভিসিকে নিয়োগ দিয়েছেন। তিনি এই সরকারের লোক। অতএব তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করা মানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করা। আর যারা এই মিথ্যাচার করছেন আমরা ধরে নেবো তারা অবশ্যই ফ্যাসিবাদের লোক, পূর্ববর্তী সরকারের লোক। বিশ্ববিদ্যালয়ের স্থান নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই।
তিনি বলেন, আমরা ভালো ভালো সুযোগ ত্যাগ করে নতুন এই বিশ্ববিদ্যালয়টির কথা ভেবে এখানে এসেছি। অনেক ভালো ভালো শিক্ষক কর্মকর্তা এখানে আছেন। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে যদি এভাবে মিথ্যাচার করেন তাহলে আমরা অন্যত্র চলে যাবো। উপাচার্য ড. নিজাম উদ্দিন একজন আন্তর্জাতিক মানের অধ্যাপক। তাঁর উপর এতো মিথ্যাচার করা কখনো মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। সেই সাথে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য প্রত্যাহার করার আহবান করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুবিপ্রবি’র প্রক্টর ড. সেখ আবদুল লতিফ। তিনি বলেন, আমরা সুনামগঞ্জবাসীকে সেবা দিতে এসেছি। বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপন হবে না হবে তা আমাদের দেখার বিষয় নয়। সুনামগঞ্জবাসী যদি বিশ্ববিদ্যালয়কে টিলায় নিয়ে যায় আমরা সেখানে গিয়ে সেবা দিবো। কিন্তু আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আপনাদের দাসত্ব করতে আসিনি। আমাদের উপাচার্যকে, একজন বিজ্ঞানী ও প্রথিতযশা অধ্যাপককে সংবাদ সম্মেলনের মাধ্যমে গত ২৩ শে এপ্রিল আপনারা যেভাবে অপমান করেছেন আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অতিদ্রুত আনুষ্ঠানিকভাবে বক্তব্য প্রত্যাহারের দাবি করছি।
তিনি বলেন, বর্তমান ভিসি এসেছেন জুলাই-আগস্ট আন্দোলনের পর। তিনি আসার পর কোনো নিয়োগই এখন পর্যন্ত দেওয়া হয়নি। একটি বিজ্ঞপ্তি হয়েছে মাত্র। অথচ তাঁর উপরে আনা হয়েছে নিয়োগ বাণিজ্যের অভিযোগ। যা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।
ছাত্রী হোস্টেলের বিষয়ে তিনি বলেন, আপদকালীন সময় আমরা সাবেক মন্ত্রীর বাসভবনে মেয়েদেরকে অস্থায়ীভাবে থাকতে দিয়েছিলাম। তারা সেখানে নিরাপদে আছে। সব সুযোগ-সুবিধা আছে। আমাদের কোনো মেয়ে আমাদেরকে বলেনি যে তারা নিরাপত্তাহীনতা বা আশঙ্কায় আছে। তাদেরকে এসব কথা কে বলেছে? দয়া করে বিশ্ববিদ্যালয় নিয়ে মিথ্যাচার করবেন না।
মানববন্ধনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সুবিপ্রবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী সারফুদ্দিন, অর্থনৈতিক পরিচালক হিমায়েত মিয়া, নির্বাহী প্রকৌশলী মিনহাজ উদ্দিন ও রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীহণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোস্টেল, উপাচার্য ও স্থায়ী ক্যাম্পাস স্থানান্তরসহ বেশ কিছু বিষয়ে সংবাদ সম্মেলন করেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন। সেখানে ভিসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, আওয়ামীলীগ কার্যালয়ে ছাত্রী হোস্টেলসহ নানান বিষয়ে অভিযোগ তুলেন সংগঠনটির নেতারা।