ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

'জামায়াত দেশের দায়িত্ব পেলে মেয়েরা আর্মি অফিসারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে'

মাশরেকুল আলম, জয়পুরহাট সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান অমুসলিম ও নারী অধিকার নিয়ে বলেছেন, অন্যরা বলে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের গৃহবন্দি করবে, অমুসলিমরা অনিরাপদ হয়ে যাবে। কিন্তু জামায়াতের এ বিষয়ে পরিষ্কার বক্তব্য হলো, জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে সকল ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে। মন্দির বা গির্জা পাহারা দিতে হবে না। মেয়েদের জন্য বিশেষ ব্যবস্হাপনায় আলাদা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও মেডিকেল কলেজ নির্মান করবে। আলাদা ও নিরাপদ কর্মক্ষেত্রের ব্যবস্হা করবে। এমনকি মেয়েরা আর্মি অফিসার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করবে।

শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত পৌর কমিউনিটি সেন্টারে এক সদস্য শিক্ষাশিবিরে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জয়পুরহাট জেলা আমীর ফজলুর রহমান সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রফিকুল ইসলাম খান আরো বলেন, জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাজা নয় প্রজাদের সেবক হিসেবে কাজ করবে। চাঁদাবাজ, সন্ত্রাস ও দূর্ণীতিমুক্ত একটি দেশ গড়বে। নতুন বাংলাদেশ বিনির্মানে আগামী দিনের বাংলাদেশকে ঢেলে সাজিয়ে আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, সংস্কারের ব্যাপারে জামায়াতের বক্তব্য একদম পরিস্কার। একটি ফ্রি ফ্রেয়ার নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেই সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। ২০০৮ এ ভারতীয় গোয়েন্দা সংস্থার র ও মইনুদ্দিন ফখরুদ্দিনের যৌথ প্রযোজনার নির্বাচন পরবর্তী আওয়ামী লীগের তিনটি নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটাধিকারের নির্বাচন  দাবী করছি, প্রথমে স্থানীয় তারপরে জাতীয় নির্বাচনেরও দাবী করছি।

জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ।

অধ্যাপক আব্দুর রহিম বলেন, জামায়াত সদস্যদের প্রত্যেককে তাদের শপথের আলোকে জীবন যাপন করতে হবে। কোরআনের বিধি বিধানের আলোকে নিজের ব্যক্তি জীবন ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্হা প্রতিষ্ঠায় ইসলামের দাওয়াত সকলের ঘরে ঘরে পৌঁছাতে হবে।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, জামায়াতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন ঠাঁই নেই। একটি দূর্ণীতি মুক্ত দেশ গড়তে জামায়াত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, জন আকাংখা পূরনে জামায়াত নেতা কর্মীদের কাজ করতে হবে। এজন্য ব্যাপকভাবে ইসলামের সুমহান আদর্শের বাণী সকল স্তরে পৌঁছিয়ে দিতে হবে। আগামী সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে জয়পুরহাটের উর্বর জমিনের উর্বরতা আরো বৃদ্ধি করতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram