ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৪
logo
প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২৫

'সংকটময় মুহূর্তে ইসলামী আন্দোলনই জাতিকে সঠিক পথ দেখাতে পারে'

রমজান আলী,সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মুহাম্মদ গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত সর্বদা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। অথচ আওয়ামী লীগ ২০১৪ সাল থেকে প্রহসনের মাধ্যমে জাতীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত করে রাষ্টীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচনের নামে একদলীয় ক্ষমতা কায়েম করে দেশের রাজনীতিকে অকার্যকর করে দিয়েছিল। ছাত্র-জনতার জুলাই বিপ্লব ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়েছে। দেশের সংকটময় মুহূর্তে ইসলামী আন্দোলনই পারে জাতিকে সঠিক পথ দেখাতে । 

শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আয়োজিত সংক্ষিপ্ত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। পার্বত্য জেলা বান্দরবানে আরেকটি জনসভায় যাওয়ার প্রাক্কালে সংক্ষিপ্ত পথসভায় আয়োজন করা হয়। 

গোলাম পরওয়ার বলেন , বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে রোডম্যাপ ঘোষণা করেছে, তা সফলভাবে বাস্তবায়ন করতে সকল দেশপ্রেমিক শক্তিকে এগিয়ে আসতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনই এখন জাতির অগ্রাধিকার। এর আগে আওয়ামী লীগ গণমাধ্যম ও বিচার ব্যবস্থাকে কব্জায় নিয়ে বিরোধী দল ও মতের রাজনীতিকে স্তব্ধ করে সারাজীবনের জন্য ক্ষমতায় টিকে থাকার অপচেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের সচেতন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লব ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এই বিপ্লব ছিল জনগণের মুক্তির রূপরেখা। পথসভায়  বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবু নাছের, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরী, সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন, উত্তর সাতকানিয়া সাঙ্গু সাংগঠনিক থানা শাখার আমির মাস্টার সিরাজুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াছ, কেরানীহাট শহর শাখার আমির মুহাম্মদ নাছিরসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আওতাধীন শাখাগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram