হবিগঞ্জ প্রতিনিধি: পুলিশের অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু (৪২) গ্রেপ্তার হয়েছেন। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুলসুনাম গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে।