কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের ওয়াশপুর গ্রামের ঐতিহ্যবাহী ‘দেওয়ান বাড়ি’র সন্তান ও জনপ্রিয় বাউল শিল্পী কাজল দেওয়ানকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর বক্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে দেওয়ান পরিবার।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে দেওয়ান পরিবারের সদস্যরা তাদের নিজ বাড়ির সামনে এই মানববন্ধনের আয়োজন করেন। এতে অংশ নেন শাকির দেওয়ান, আজাদ দেওয়ান, উজ্জ্বল দেওয়ান, কাঞ্চন দেওয়ান, ঝুলন দেওয়ান, সাগর দেওয়ান, ছোট খালেক দেওয়ান, গোলাম মানিক দেওয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাউল ও পালাগানের ঐতিহ্যবাহী এই দেওয়ান পরিবারের দেশব্যাপী সুখ্যাতি রয়েছে। এই পরিবারের আদিপুরুষ সুফিসাধক হযরত দেওয়ান আলেপচান শাহ ওরফে আলফু দেওয়ানের হাত ধরে শুরু হয়েছিল লোকপ্রিয় পালাগানের ধারা। পরবর্তীতে তার দুই পুত্র মালেক দেওয়ান ও খালেক দেওয়ান এই সংগীত ধারাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। বর্তমানে এই ঐতিহ্য বহন করে চলেছেন পঞ্চম প্রজন্মের উত্তরসূরি কাজল দেওয়ান।
বক্তারা আরও বলেন, মাতাল কবি রাজ্জাক দেওয়ানের পুত্র কাজল দেওয়ান তাঁর পিতার ন্যায় বাউল সংগীতের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে কিছু স্বার্থান্বেষী তথাকথিত শিল্পী ও তাদের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজল দেওয়ানকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়ে আসছে, যা দেওয়ান পরিবারের সম্মান ও ইতিহাসের জন্য হুমকিস্বরূপ।
এ সময় পরিবারের পক্ষ থেকে অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।