মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ১৯৪১ সালে একোয়ার করা বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি ফিরিয়ে দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নিটক আকুল আবেদন করেছেন অসহায় তিনশত পরিবারের প্রায় চার হাজার সদস্য।
এসময় তারা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ১৯৪১ সালে মেঘনা নদীর ক্রমাগত ভাঙ্গনের হাত থেকে নোয়াখালীর হেড কোয়ার্টার মাইজদীকে স্থানান্তর করার জন্য বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার ৫টি মৌজা বিপুল পরিমাণ জমি একোয়ার করা হয়। তখন বলা হয়েছিল জেলা শহর মাইজদী স্থানান্তর করা না হলে আগের জমির মালিকদের একোয়ার করা ভূমিগুলো ফেরত দিয়ে দেয়া হবে। ১৯৬৩ সালে সরকার থেকে ডেল্টা জুট মিল ৬০ একর জমি লিজ নিয়ে কারখানা স্থাপন করলেও বর্তমানে মিল মালিক ৭২ একর জমি দখল করে রেখেছে এবং এসব ভূমি বসবাসকারী তিনশত পরিবারের প্রায় চার হাজার সদস্যকে প্রতিনিয়ত হুমকি ধমকি দেয়া হচ্ছে লাঠিয়াল বাহিনী দিয়ে। এ পর্যন্ত শতাধিক আহত ও দুইজনের মৃত্যুও হয়েছে। প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে অসহায় নারীরা।
তারা ভুমি বন্দোবস্ত নীতিমালায় ৬০ বছর উক্ত ভূমি সরকারের কাজে ব্যবহার না হলে মূল মালিকদের ভোগ দখলে চলে যাওয়ার বিধান থাকলেও প্রভাবশালীদের ষড়যন্ত্রের কারণে মূল মালিকরা এখনও পর্যন্ত বন্দোবস্ত পায়নি।
তারা জনবন্ধু বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নিকট মানবিক দৃস্টিতে এ তিনশত পরিবারের বাপ-দাদার ভিটে মাটি তাদেরকে ফিরিয়ে দেয়ার আকুল আবেদন জানান।