তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরার ৬ লক্ষাধিক টাকার রিং চাই ও ১০০০ মিটার কোনা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ছাই করা হয়েছে।
গত মঙ্গলবার (০৮ এপ্রিল) রাতে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
উপজেলা প্রশাসন জানায়, মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে স্থানীয় জেলেরা মাছ ধরছে। গোপন সংবাদের ভিত্তিতেউপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাসেম এর নেতৃত্বে ও আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক ও গোলাবাড়ী আনসার ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০০০ মিটার রিং চাই ও ১০০০ মিটার কোনা জাল জব্দ করা হয়। এসময় জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকার বেশি। পরবর্তীতে গোলাবড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুন দিয়ে জাল গুলো পুড়িয়ে ফেলা হয়।
আনসার ভিডিপির প্রশিক্ষক মোঃ হাসিবুল তারেক এর সত্যতা নিশ্চিত করেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানান, টাংগুয়ার হাওরে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। হাওরের মাছ, পাখি জীববৈচিত্র্য রক্ষায় আমাদের কঠোর নজরদারি রয়েছে। সেই সাথে অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।