গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের সহকারী চালক হাফিজুর রহমান আহত হয়েছে। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিনের মাধ্যমে বিকল্প সহকারী চালক এনে ট্রেনটি চালু করা হয়। ঘটনাটি ঘটেছে ২৭ মার্চ দিবাগত রাত ১১:০৪ মিনিটে গৌরীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়।
আহত ট্রেনের সহকারী চালক হাফিজুর রহমান জানান, ট্রেনটি ১১:০৩ মিনিটে গৌরীপুর স্টেশন থেকে ছাড়ার ১ মিনিটের মধ্যেই তিন যুবক ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। তখনও ট্রেনটি সিগনালও পার হয় নাই। এসময় তিনি ইঞ্জিনের জানালা বন্ধ করতে গেলে পাথরের আঘাতে তাঁর ঠোট-মুখ ফেটে রক্ত বেরুতে থাকে। সাথে সাথে প্রধান চালক এনামুল কবির ট্রেনটি থামিয়ে গৌরীপুর স্টেশনে ফিরে আসে। সেখানে পরিচালকের কাছে থাকা ফাস্ট এইডের মাধ্যমে আহত সহকারী চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আহত সহকারী চালক দায়িত্ব পালন করতে পারবে না, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিনের মাধ্যমে বিকল্প কর্তৃপক্ষ চালক পাঠানো হয়। বিকল্প কর্তৃপক্ষ চালক আসার পর ১ ঘন্টা ৩৭ মিনিট লেইটে রাত ১২:৪০মিনিটে চট্টগ্র্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনের পরিচালক আমিনুল ইসলাম জানান, ট্রেনটি ১৫টি বগিতে প্রায় ৫শ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলো। প্লাটফরম পার হওয়ার মাত্রই ১৫/২০ বছরের ৩টি ছেলে ট্রেনে পাথর নিক্ষেপ করে। এতে সহকারী চালক হাফিজুর রহমান আহত হয়েছে। ময়মনসিংহ থেকে বিকল্প সহকারী চালক আসলে আবার ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।
গৌরীপুর রেলওয়ে থানার উপ সহকারী ইন্সপেক্টর মঞ্জুরুল হক জানান, এ ঘটনায় এখনো কোন মামলা হয় নাই। আসামি ধরার চেষ্টা চলছে।