অতুল পাল, বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি: বাউফলের ধুলিয়া ইউনিয়নের ধুলিয়া খালের বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকার জনগন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে খালের তীরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেওয়ার সময় কৃষক সবুজ হাওলাদার বলেন, ধুলিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র ৩নং ওয়ার্ড থেকে ৬ নং ওয়ার্ড হয়ে খালটি তেঁতুলিয়া নদীতে গিয়ে মিলিত হয়েছে। এলাকার চাষাবাদের জন্য জমিতে পানি সরবরাহ এবং অতিরিক্ত পানি নিস্কাসনসহ এলাকার শতাধিক জেলে ও কৃষক এই খালটির উপর নির্ভরশীল । প্রায় তেঁতুলিয়া নদীর ভাঙণ থেকে ধুলিয়া অংশ রক্ষার জন্য একবছর আগে রক্ষা বাঁেধর কাজ করার সময় ৩নং ওয়ার্ডে খালটির একটি অংশ বালু দিয়ে ভরাট করে ঠিকাদার। তখন স্থানীয় জেলে ও কৃষকরা বাঁধা দিলে ভাঙণ কবলিত এলাকার কাজের স্বার্থে কিছু দিনের জন্য এই কষ্ট মেনে নেওয়া আহ্বাবান জানায় ঠিকাদার। এলাকার কৃষক ও জেলেরা নিজ এলাকা রক্ষার স্বার্থে সেটা মেনে নেন। কিন্তু বাঁেধর নির্মাণ কাজ শেষ পর্যায়ে হলেও এখন পর্যন্ত খালের বাঁধ অপসারণ করা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী মহল এখন বাঁধ দেওয়া জায়গাটি দখল করার পায়তারা করছেন। যার কারণে ঠিকাদার খালের বাঁধ অপসারণে গরিমসি করছে।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ঠিকাদারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মো. খায়েরকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।