চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি বাড়ি থেকে মঈন-উল বারী নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাঁর নিজ বাড়ির একটি শোবারঘর থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে সুরতহাল প্রতিবেদন ও আলামত সংগ্রহ করে পুলিশ ও ক্রাইম সিনের একটি টিম।
মঈন-উল বারী জুয়েল (৪৮) বালুবাগান মহল্লার মৃত. ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনদিন আগে অসুস্থতাজনিত কারণে মারা গেছে মঈন-উল বারী।
মঈন-উল বারীর স্বজন ও স্থানীয়রা জানান, বাড়িটিতে মঈন একায় বসবাস করতেন। সে বেশকিছু দিন যাবত হার্ট ও ব্রেনের সমস্যায় ভুগছিলেন। এক সপ্তাহ আগে তার বোন শামীমা নাজনীন ফোনে কথা বলেন ভাইয়ের সাথে। পরে ফোন দিলে আর ফোন ধরেননি মঈন। পরে গতকাল রাতে তার বোন শামীমা নাজনীন তার ছেলেকে পাঠায় খোঁজ নিতে। গতকাল রাতে খোঁজ নিতে এসে বাসার বাইরে থেকে লাশের দুর্গন্ধে তার ছেলে আত্মীয়স্বজন ও এলাকাবাসীকে খবর দেয়। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী এসে বাড়ির বাইরের গেটের তালা ভেঙ্গে ঘরের ভেতর অর্ধগলিত মঈনের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেন তারা।
মঈনের ভাই আব্দুল বারী ও তাঁর বোন হোসনে আরা জানান, তাদের ভাই ঢাকায় ইনকাম ট্যাক্স আইনজীবী ছিলেন। বছর পাঁচেক আগে ব্রেনের ও হার্টের সমস্যা হলে গত পাঁচ বছর ধরে সে বাড়িতে একাই বসবাস করতেন। এর আগে দুইবার স্ট্রোকও করে মঈন। ব্যক্তি জীবনে বিয়ে হলেও, ১৪ বছর আগে বিয়ে বিচ্ছেদ হয় তাদের। পরে একমাত্র মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন মঈন। বর্তমানে তার মেয়ে ঢাকায় একটি কলেজে পড়াশুনা করেন।
অর্ধগলিত লাশ উদ্ধারের বিষিয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনদিন আগে অসুস্থতাজনিত কারণে মারা গেছে মঈন-উল বারী। গতকাল রাতে আমরা খবর পেয়ে ক্রাইম সিনে খবর দেই। আজ দুপুরে সুরতহাল প্রতিবেদন ও ক্রাইম সিনের আলামত সংগ্রহের পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।