কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাটারিচালিত রিকশার সাথে ধাক্কা লেগে মারিয়া নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মারিয়া কলাপাড়া উপজেলার পূর্বটিয়াখালী গ্রামের মো.মোজাম্মেল মৃধার মেয়ে। সে টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
নিহতের দাদা মোজাম্মেল মৃধা বলেন, তার নাতীকে নিয়ে একটি মাদ্রাসায় যাচ্ছিল। পিছন দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশা মেয়েটিকে ধাক্কা দিলে সে রাস্তার বাইরে পড়ে গেলে গুরুতর আঘাত পায়।
কলাপাড়া থানার (ওসি) মো.জুয়েল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।