ঢাকা
২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৫
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৫

রাজশাহীর নারী আইনজীবীর কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি, রাজবাড়ীতে দারোগা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রিমান্ডে এনে নন জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে এক নারী আইনজীবীর কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশের এক সাব ইনস্পেক্টর (দারোগা) সহ ৫ জনের বিরুদ্ধে রাজবাড়ী আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি গ্রহণপূর্বক অনুসন্ধানের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার রাজবাড়ীর সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন রাজবাড়ীর ভুক্তভোগী নারী আইনজীবী মুক্তা পারভীন।

মামলার আসামিরা হলো, রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার ছোট বনগ্রামের মৃত ইমাম শেখের ছেলে শেখ আব্দুল্লাহ, রাজশাহীর চরঘাট থানার চক বেলঘরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে ও রাজশাহী আরএমপি বোয়ালিয়া থানার প্রাক্তন সাব ইন্সপেক্টর(এসআই) ও ডিবি ডিএমপিতে কর্মরত মোঃ মাহফুজুর রহমান, লালমনিরহাট জেলার আদিতমারী থানার আদিতমারী গ্রামের মোঃ ওয়াহিদ উল আলমের ছেলে ও বর্তমান রাজশাহী শাহমখদুম থানার শাহমখদুম এলাকার বাসিন্দা মোঃ জাহিদ উল আলম, রাজশাহীর রাজপাড়া থানার চন্ডিপুর গ্রামের মোঃ শাহিন ইসলাম মোল্যার ছেলে রোমান ইসলাম ও মোঃ আব্দুস ছালাম।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ এপ্রিল দুপুর দেড়টা থেকে আড়াইটার দিকে রাজবাড়ী জেলা পরিষদ ডাক বাংলোর সামনে ট্রাফিক আইল্যান্ডের নিকট অভিযুক্ত আসামি দারোগা মাহফুজ একটি সৃজিত মামলায় ওই নারী আইনজীবীকে গ্রফতার করে। পরবর্তীতে ওইদিন রাত ৩ টা থেকে সাড়ে ৩ টার সময়ে (২ এপ্রিল) নারী আইনজীবীকে নিয়ে এসআই মাহফুজ রাজশাহী জেলার বোয়ালিয়া থানায় পৌঁছায়। যাবার পর থানায় একটি কক্ষে ওই আইনজীবীকে আটক রাখা হয়। তাকে আদালতে পাঠানো হলে রাজশাহী মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসআই মাহফুজুর রহমান ২০২৪ সালের ১৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রিমান্ডে এনে নারী আইনজীবীকে শারীরিক, মানসিক নির্যাতন শুরু করে। রিমান্ডের সময় অন্য কোন সাধারণ লোকজন রিমান্ড কক্ষে উপস্থিত না থাকার আইনানুগ সুযোগ না থাকা সত্ত্বেও এসআই মাহফুজুর রহমান অন্যায় ভাবে রিমান্ডে নিয়ে রিমান্ডের কক্ষে শেখ আব্দুল্লাহ, জাহিদ উল আলম, রোমান ইসলাম ও মোঃ ছালামকে রিমান্ড স্থলে রাখে।

অভিযোগ রয়েছে, রিমান্ড চলাকালীন সময়ে থানা হাজতে আটকে রেখে এসআই মাহফুজ সহ অন্যরা ১০০ টাকা মূল্যের তিনটি নন জুডিসিয়াল সাদা স্ট্যাম্পে জীবননাশের হুমকি প্রদান করে এবং নানারুপ ভাবে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। তখন তার নিকট ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা বারের সভাপতি অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বলেন, মামলার প্রেক্ষিতে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামজিদ আহম্মেদ রাজবাড়ী সিআইডি কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।

মামলার অন্যতম আসামি ডিবি ডিএমপিতে বর্তমানে কর্মরত সাব ইনস্পেক্টর মাহফুজুর রহমান বলেন, বাদীর বিরুদ্ধে তৎকালীন সময়ে ২টি মামলা হয়। তিনি ওই মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে বিধি মোতাবেক যতটুকু প্রয়োজন তাই করেছেন। এর বাইরে তিনি অতিরঞ্জিত অভিযোগ এনে মামলা করলে তা আইনগতভাবেই মোকাবেলা করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram