মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: শহিদ দিবসের ফুল তুলতে গিয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভূমিহীন সংগঠন, জাতীয় নাগরিক কমিটি, নিজেরা করি, মানবাধিকার কমিশন ও বিভিন্ন স্কুল-কলেজের সাধারন শিক্ষার্থী।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে তারা মিঠাপুকুর ওভারপাস হতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে গড়েরমাথা নামক স্থনে গিয়ে শেষ হয়। পরে তারা ঢাকা-রংপুর মহাসড়ক ও ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে। এসময় সড়কে যান চলাচল বন্ধ ছিল। সেখানে বক্তব্য রাখেন আন্দোলনের নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, ৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ ধর্ষক রুহুল আমিনকে গ্রেফতার করতে পারেনি। ধর্ষকের পরিবার রাজনৈতিক ভাবে শক্তিশালি। তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে লিয়াজু করছেন। তারা আরও বলেন, ধর্ষক রুহুল আমিনকে গ্রফতার করতে না পারলে মিঠাপুকুর অচল করে দেওয়া হবে।
এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রংপুর জেলা সদস্য সচিব আশফাক আহমেদ জামিল, মিঠাপুকুর সমন্বয়ক মিথিলা সিনথীয়া শিলা, মুনতাসিম বিল্লাহ্, জাতীয় নাগরিক কমিটির রংপুর মূখ্য সমন্বয়ক শেখ রেজওয়ানন, ছাত্রদলের হাসান মাহমুদ, মানবাধিকার কমিশনের আশিকুর রহমান প্রমুখ। পরে মিঠাপুকুর থানায় গিয়ে তারা ধর্ষককে দ্রুত গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে আলটিমেটাম দিয়ে আসেন।
এছাড়াও রংপুর টাউন হলের সামনে ধর্ষককে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।
এরআগে শুক্রবার সন্ধ্যায় ধর্ষক রুহুল আমিনকে গ্রেফতারের দাবিতে উপজেলা ওভারপাসের নিচে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি। পরদিন শনিবার সন্ধ্যায় সাধারন শিক্ষার্থীদের ব্যানারে বৈরাতিহাট এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, মহান একুশে ফেব্রুয়ারী উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল সংগ্রহ করতে গিয়ে ধর্ষণের শিকার হয় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রুহুল আমিন (৫৫) পেশায় একজন সার্ভেয়ার। এ ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হলেও এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।